পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இத் যশোহর-খুলনার ইতিহাস । (খ) বনগ্রাম রাজবংশের বংশলতিক। " রাজা নরেন্দ্র রাজা ੇ | জয়চন্দ্র | | : | রামচন্দ্র ভৈরবচন্দ্র তিলকচন্দ্র - রসমণি চৌধুরাণী | - | | | | বিশ্বেশ্বর কাশীশ্বর মহিমাচন্দ্র নবীনচন্দ্র | 1 =রাণী কমলকুমারী | I_। নকুলেশ্বর ( দত্তক ) প্রসপ্লচন্ত্র ক্ষেত্রমোহন ভুবনেশ্বর i | | | T-I যাদবচন্দ্র শশিভূষণ যোগেঞ্জ উপেন্দ্র রাজেন্দ্র | প্রভৃতি প্রভৃতি রমেশ প্রভৃতি শিবনারায়ণের পোস্ত্ৰ মহেন্দ্রনারায়ণ কতকগুলি জমিদারীর উদ্ধার করেন। উৎপুত্র মাধব ও নরনারায়ণ উভয়ে বিখ্যাত ব্যক্তি। মাধবনারায়ণ যেমন কৰ্ম্মদক্ষ, কৃতবিদ্য ও ধাৰ্ম্মিক, তাহার কনিষ্ঠ ভ্রাতা নরনারায়ণ তেমনি কলাবিদ্যায় অসাধারণ পারদর্শী। নরনারায়ণ পাখোয়াজ ও মৃদঙ্গ বান্ধে সিদ্ধহস্ত ; তাহার রচিত অনেকগুলি নূতন বাজনার গন্ধ এ দেশে প্রচলিত। তিনি মৃদঙ্গকে যেন কথা কহাইতে পারিতেন ; তাহার অন্ধুলি-সম্পাতে মৃদঙ্গ-মুখে সঙ্গীত ও সংস্কৃত স্তোত্র যেন ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারিত হইত। তিনি নিজ রচিত প্রাণ-স্পর্শ গানে ও বাদ্যযন্ত্রে হরিনামামৃত অমুরণিত করিয়া শ্রোতৃবর্গের চিত্ত হরণ করিতেন। এই বংশের অপর সকলের মধ্যে রাজকুমার ও দুর্গ নারায়ণের নাম উল্লেখযোগ্য। শিবনারায়ণের এক বৃদ্ধ প্রপৌত্র রায় বাহাদুর সত্যেন্ত্রনাথ রার চৌধুৰী বি,এল পিরোজপুরের খ্যাতনামা উকীল ও জেলার মধ্যে একজন বিশিষ্ট সন্মানিত ব্যক্তি। এই রাজবংশের মহিলাগণ দানধ্যান যাগযজ্ঞ