পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়েরকাটির রাজবংশ \gళీ সে যুদ্ধে নবাবী সৈন্ত সম্পূর্ণ নির্জিত হয়। কিন্তু এই সময়ে পলাশী ক্ষেত্রে সিৰাজের পরাজয় ঘটায় রাজচন্ত্রের উপর কোন প্রতিশোধ লওয়ার স্বযোগ झछ नॉईं । 漫 রাজচন্ত্রের দুই রাণীর গর্ভে দুই পুত্র হয়, জ্যেষ্ঠ প্রেমনাৰায়ণ ও কনিষ্ঠ ভাগ্যনারায়ণ। জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যাংশে কনিষ্টকে বঞ্চিত করিবার জন্ত নবাব সরকারে খাজনা বাকী ফেলেন এবং জমিদারীর অংশ নিলামে বিক্রয় করাইয় কোম্পানির দেওয়ান গোকুল ঘোষালের বিনামে খরিদ করেন। কথিত আছে, এই কাৰ্য্য র্তাহার ঘনিষ্ট বন্ধু খেলারাম মুখোপাধ্যায়ের যোগে সম্পন্ন হয়। এই খেলারাম বৰ্ত্তমান গোবরডাঙ্গ জমিদারীর প্রতিষ্ঠাতা। নালামের পর খেলারাম ভূকৈলাসে গিয়া ঘোষাল বাবুর নিকট হইতে কৌশলক্রমে প্রেমনারায়ণের জমিদারী নিজপুত্র কালীপ্রসঙ্গের নামে কোবলা করিয়া লন এবং অবশেষে পূৰ্ব্ব-বন্ধুকে সম্পূর্ণ ভাবে বঞ্চিত করেন • চিরুলির পরগণা এখনও খেলারামের বংশধরগণের হস্তগত আছে । ভাগ্যনারায়ণ প্রকৃতই ভাগ্যবান ও প্রতাপশালী ব্যক্তি। তিনি রাম ঠেটা নামক প্রবল দস্যকে পরাজিত ও নিহত করিয়া দেশের লোককে উৎপাত হইতে রক্ষা করেন। + তিনি জলাশয় খনন করিৰার কালে যে অপূৰ্ব্ব পাষাণময়ী দেবীমূৰ্ত্তি পান, তাহা একটি নূতন মন্দিরে পঞ্চমুণ্ড আসনে প্রতিষ্ঠা করেন। ভাগ্যনারায়ণ স্বয়ং সাধক ছিলেন, তিনি এই মন্দিরে সিদ্ধিলাভ করিলে দেবীর নাম হয় ভাগ্যেশ্বরী। এই মন্দির এখনও আছে, এবং সম্প্রতি র্তাহার প্রপৌত্র সুকবি হেমচন্দ্র উহার সংস্কার করিয়া দিয়াছেন। ভাগ্যনারায়ণ নিজ পৌত্র আনন্দলালের জন্মবৎসরে ( ১২২১ সাল ) নিজের সিদ্ধত্বের স্মৃতিস্বরূপ, সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান উপলক্ষে, ভাগ্যেশ্বরীর মন্দির সমীপে এক বার্ষিক মেলার প্রবর্তন করেন। উহাই বিখ্যাত “মথিয়ার মেলা, উহা এখন প্রতিবৎসর উক্ত তিথিতে চৈত্র মাসে বসে এবং উহাতে ৩৪ সহস্ৰ লোকের সমাগম হয় ।

  • चित्रअ ब्रांछवशभन्, v१ ज५jांद्र, बांशfरू भूल श्रांष। ५४-७७ १: । ? बषिद्वाब नांtई * ब्रांथ dफ़ेब्र थांन” १थनe ♚शंद्र इठि ब्रांषिब्राप्इ ।