পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰোধখানার- চৌধুরীবংশ &et এই শিবদাস হইতেই “চিত্রপুর ও কর্ণপুরের দেব" নামক দেব-বংশের টুইটি প্রধান শাখার উৎপত্তি হইয়াছে। ঘটকের বলেন শিবদাস কর্ণপুর বংশ এবং এবং তাছার পুত্র মুরারি বা মুরলীধর হইতে চিত্রপুর শাখা বাহির হইয়াছে । * আমার মনে হয়, উভয় শাখাই শিবদাসের দুই পুত্র হইতে উদ্ভূত, কারণ উভয় শাখাই শিবদাসের পরিচয় দেয়। এই সকল শাখা দক্ষিণ বঙ্গে দেশময় ছড়াইয়া পড়িয়াছে। রায়, সরকার, হালদার প্রভৃতি নানা উপাধিযুক্ত শিবদাস সস্তানগণ যে কতস্থানে কতভাবে বাস করিতেছেন, তাহ বলিবার নহে। রাজা হইতে ভিখারী পৰ্য্যন্ত বহুস্থানে শিবদাসের পরিচয় দিয়া ধন্ত হন। দেববংশীয়গণ নানা গোত্রীয় বলিয়া ইহার অন্তভুক্ত হওয়া সহজ ব্যাপার ছিল। অনেক অমূলজ কায়স্থ গুপ্তভাবে দেব-বংশের মধ্যে প্রবেশ করিয়াছিল। কিন্তু তাহারা মাথ৷ তুলিতে সাহসী না হইয়া “দেব” স্থলে “দে” মাত্র উপাধিধারী হইয়া কায়স্থ সমাজের নিম্নতম স্তরে নিজেদের মধ্যে পৃথকৃ সমাজ করিয়া বাস করিতে লাগিল । হয়তঃ কেহ ব্যবসায় বা চাকরীর পয়সার জোরে দরিদ্র মুখ্যকুলীনের ঘাড় ভাঙ্গিয় সরকার, বিশ্বাস প্রভৃতি খেতাবের অন্তরালে “দে”-চিহ্ন লুকাইয়। আবার গ্রীব উন্নত করিবার চেষ্টা করিয়াছিল। অপরদিকে আবার যাহার প্রকৃত পক্ষে দেব-বংশ হইতে উদ্ভূত, তাহারা ভাগ্য-বিপর্যয়ে দারিদ্র্য-দশায় পড়িয়া বহু পুরুষ ধরিয়া পরিচয়-স্বত্র হারাইরা বসিলেন এবং বহুকাল পরে অদৃষ্টের পুনরাবর্তনে সংকৰ্ম্মশীল হইতে পারিয়া সমাজামুগ্রহে বংশগৌরব ফিরাইয়া পাইয়াছেন । একটি দৃষ্টান্ত দিতেছি । ১৩শ পৰ্য্যায় ভুক্ত শিবদাস সরকারের বংশধর অধস্তন ২২ পৰ্যায় ভুক্ত বলরাম দেব সরকার দমদমার নিকটবর্তী স্থানে পাঠশালার নগণ্য গুরুমহাশয় ছিলেন । তৎপুত্র রামদুলাল দেব বা স্বনামধন্ত দুলাল সরকার ভাগ্যস্ফীতি বশতঃ ধনকুবের হন এবং লক্ষ লক্ষ টাকা দান ধৰ্ম্মে ব্যয়িত করিয়া কোটি টাকার উপর ধনসম্পদ রাখিয়া দেহত্যাগ করেন। তৎপুত্র আশুতোষ ও প্রমথনাথ (সাতুবাবু ও লাটু বাবু) অর্থবৃষ্টি করিয়া কলিকাতায় “বাৰু” বলিয়া খ্যাত হন। উহারা নিজ বাটতে ২৪ পর্যায়ের কুলীনবর্গের একযায়ী করেন। SBDDDDDBS BBB BBBBB B DDSBBBS BBSBBS BBBBS BBBBS BBBBS BBBS BBBS BBBBS BDDDgg DDttS kB S gtttgg কারম্বকীরিক, উপ, ১৬ পৃঃ। V8