পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नऍाहेण-अभिमांब्रर्दश्ले hున সুশিক্ষিত ছিলেন না এবং তাহার শরীর দুৰ্ব্বল এবং পা খোড় ছিল । কিন্তু মস্তিষ্কের তীক্ষ শক্তিতে র্তাহার শিক্ষাভাব ও সকল ছৰ্ব্বলতার ক্ষতিপূরণ করিয়াছিল। পৌত্রান্তর ফলের কথা জনপ্রবাদে শুনা যায়। পিতামহের কুটবুদ্ধির অধিকাংশ গুরুদাসের উত্তরাধিকারে বৰ্ত্তিয়াছিল। এই গুরুদাস বাবুর সহিত র্তাহার জ্ঞাতি-ভ্রাতৃগণের ঘোর বিৰাদ দীর্ঘস্থায়ী হইয়াছিল। কালীশঙ্করের মৃত্যুর পর রামরতন প্রভৃতি একখানি উইল বাহির করেন ; উহাতে দেখা যায়, সম্পত্তির ॥y• দশ আন অংশ কালীশঙ্কর রামনারায়ণকে সমর্পণ করিয়া গিয়াছেন। এই উইল অবিশ্বাস করিয়া ১৮৪৭ অকো গুরুদাস রায় ও তাহার জ্যেষ্ঠ ভ্রাতা দুর্গাদাসের বিধবা পত্নী রণরঙ্গিণী দাস্ত সমস্ত পৈতৃক সম্পত্তির অৰ্দ্ধাংশ পাইবার হিসাবে ৪১,২৯,২৩৬ld৫ টাকার দাৰি করিয়া এক বিরাট মোকদ্দামা উপস্থিত করেন , যশোহরের জজ স্বনামধন্য সেটন কার (Mr. W. S. Seton Karr.) witgt, fStts ( ovevlovk sSCANs ) এই দাবি ডিসমিস্ হইয়া যায়। তখন কলিকাতার সদর দেওয়ানী আদালতে উছার আপীল হয়। সেখানে তিনজন জজের বিচারে (১৮৬১২২ জুলাই ) গুরুদাসের অনুকূলে মোকদ্দামার ডিগ্রী হয়। তখন অপর পক্ষ বিলাতে গ্রিভিকোন্সিলে উছার আপীল করেন। কিন্তু সেখান হইতে ১৮৭৬ অকের পূৰ্ব্বে মোকদ্দামার চূড়ান্ত বিচার হয় নাই। সে কৌন্সিলেও সদর দেওয়ানী আদালতের রায় ৰহাল থাকে অর্থাৎ গুরুদাস জয় লাভ করেন। কিন্তু এই মোকদ্দাম চলিবার পর, ১৮৬০ অব্দে রামরতন, ১৮৬৮ অব্দে হৰনাথ মাৱা যান। তখন মাত্র রাধাচরণ বাবু বড় তরফের কর্তা ছিলেন। প্রিভি-কেন্সিলের নিম্পত্তির দুইবৎসর পূৰ্ব্বে গুরুদাস বাবুর মৃত্যু ঘটে। তিনি মৃত্যুকাল পর্য্যস্ত মোকদ্দামার শেষ ফলের জন্ত আশান্বিত ছিলেন এবং নিজ পুত্র গোবিন্দচন্দ্রকে মীমাংসা করিতে নিষেধ করিয়া যান। কিন্তু পিতার মৃত্যুর পর, গোবিনচন্দ্র সে উপদেশ না মানিয়া অপর পক্ষের সহিত শেষ মীমাংসা করির ফেলেন। তাহার ফলে ৪০,• • • টাকা নগদ এবং ১২,•••N টাকা হস্তবুন্নে জমিদারী প্রাপ্ত হন। এই সম্পত্তির মধ্যে ত্বরফ কালিয়া এবং পরগণা রূপাপাত, পোক্তানিই প্রধান ; তম্ভিৱ নদীর অধীন উজীরপুর পত্তন এবং মামুনশাহীর অধীন তরফ নাগিরাট ও আরও কতকগুলি ক্ষুদ্র মহাল আছে।