পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2ミ যশোহর-খুলনার ইতিহাস . তাহা স্বীকার করি। আমরা একদা সুন্দরবনে ভ্রমণকালে দৈবক্রমে দনুজমর্দনের যে মুদ্রা পাইয়া বঙ্গীয় সাহিত্য-পরিষদে উপহার দিয়াছিলাম, তাহার কথা অনেকেই জানেন। উহা দ্বারা চন্দ্রদ্বীপ রাজবংশের প্রকৃত ইতিহাস উদ্ধারের অসামান্ত সাহায্য করিয়াছে এবং অনেক লেখকের অনেক অদ্ভূত কল্পনা উড়াইয়া দিয়াছে। সে মুদ্রা যে খুব মূল্যবান, তাহা সকলেই স্বীকার করিয়াছেন। ৬ লোক মুখে শুনি, প্রতাপাদিত্যের এইরূপ মুদ্র ছিল ; মুদ্র প্রচার স্বাধীনতা ঘোষণার একটি অঙ্গ স্বরূপ। কেহ কেহ তাহার সে মুদ্রা দেখিয়াছেন বলিয়া প্রকাশও করিয়াছেন। আমি কিন্তু আজ ১৫/১৬ বৎসর যাবত বিশেষ অনুসন্ধান করিয়াও একটি মুদ্রা সংগ্ৰহ করিতে পারি নাই। ইহার জন্ত অনেক স্থানে গ্রামে গ্রামে বাড়ী বাড়ী ঘুরিয়াছি; এ পর্য্যন্ত শতাধিক লোকের নিকট কতশত পত্র লিখিয়াছি, অর্থব্যয় করিয়া বহুবিধ মুদ্র সংগ্রহে বাধ্য হইয়াছি, প্রতাপের একটি মুদ্রার জন্ত যথেষ্ট অর্থ দিব বলিয়া আমার প্রতিশ্রুতি বারংবার সংবাদপত্রে মুদ্রিত করিয়াছি। কত আশা পাইয়াছি, কিন্তু প্রতাপাদিত্যের মুদ্রা পাই নাই। কিন্তু তাই বলিয়৷ কি প্রতাপাদিত্যের কাহিনী উড়াইয়া দেওয়া যায় ? এ দেশ ও সমাজের অঙ্গ প্রত্যঙ্গ প্রতাপের নামাঙ্কিত ; একটি মুদ্রার অভাবে তাহার ইতিহাসের বিশেষ অঙ্গহানি হয় বলিয়া ধরিতে পারি না। হয়তঃ এখনও তাহার নামাঙ্কিত ত্রিকোণ মুদ্রা অনেক পুরাতন গৃহস্থের ঘরে লক্ষ্মীর কোঁটায়ু সঙ্গোপনে সযত্বে রক্ষিত হইতেছে এবং ভবিষ্যতে হয়তঃ তাহা কোন ঐতিহাসিকের হস্তগত হইবে। কিন্তু আপাততঃ সে..মুদ্র ব্যতীতও র্তাহার অতীত ইতিহাস গঠিত হইতে পারে কিনা, তাহাই স্বামাদের দ্রষ্টব্য। - “আকবর নামা’ প্রভৃতি প্রসিদ্ধ গ্রন্থে প্রতাপাদিত্যের নামোল্লেখ নাই বটে, কিন্তু অন্তান্ত দুই একখানি পারসীক পুস্তকে যে তাহার বিবরণ ছিল, তাহা জানা

  • সাহিত্য-পরিষদের উনবিংশ সাংবৎসরিক কাৰ্য্যবিবরণীতে ( ১৯৮ পৃ: ) লিখিত इहेब्राझ्णि :-“बैदूङ गठील कझ थिळ नशंलग्न बह जाग्नान औकांब्र शूर्तिक कठषेौशभछि DDDBBBBBB DD DBB BBB DDD DB BDDD DDBBBB BB BBBBB BBBDD স্বমীমাংসার সহায় হইয়াছেন।” এই মুদ্রাসম্বন্ধে যশোহর-খুলনার ইতিহাস ১ম খণ্ড ২৭৩.৬ খৃঃ প্রবাসী ১৬১৯, শ্রাবণ ও ভারতবর্ষ ১৩২ং জ্যৈষ্ঠ, এবং রাখাল বাবুর বাঙ্গালার ইতিহাস ১মভাগ ১২১৭ जहेश। - -

3.