পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহরুখুলনার ইতিহাস c $ 5 csetni plastet i

লঙ্গপুরের কাশুপ চৌধুরী-বংশ-খুলনা জেলার পূর্বাংশে হোগলা gugtBtS DDD DDDDBB BBBS DDDDS BB BBB নদী বা খালের কুগে যেখানে গ্রেগুনে হোগলা গাছের অক্ষাধিক গুহুৰ্গর বশতঃ এই পরগণার হোগলা নাম হইয়াছে। খাজাহান আলি জ্ঞামলে এই পরগণার যতখানি আবাদ হইয়াছিল, তিনি তাহ দখল করেন। গঙ্গার মৃত্যুর (১৪৫৯ খৃ) পর উহা কাহার অধিকারে আসে, জানা যায় না। পূরে সম্ভবতঃ হুসেন সাহের রাজত্বের প্রারম্ভে (আনুমানিক ১৫০০ খৃষ্টাব্দে ) রাঢ়ীয় কুলীন ব্রাহ্মণ সুরেশ্বর চট্টোপাধ্যায় হোগলা, নিকলাপুর ও জয়পুর পরগণার জমিদার হইয়া হোগলার অন্তর্গত লঞ্চপুর গ্রামে আসি৷ বাস করেন। তখন তাহার “রায় চৌধুৰী” খেতাব হয়, এবং সাধারণ লোকে তাহাকে “মহারাজ” মুরেশ্বর বলিয়া জানিত। উপাধিটি লৌকিক মাত্র, উহা গোঁড়াধিপ কর্তৃক প্রদত্ত মহে। স্বরেখরের বংশধরগণ হোগলার বা “লখুপুরের কাশুপ চৌধুরী” বলিয়া খ্যাত। এই বংশীয়ের সকলেই ধৰ্ম্মানুষ্ঠানে বিম্বোৎসাহিতার জন্ত এবং জনহিতকর সংকৰ্ম্মে অবস্থার অতিরিক্ত অর্থব্যয় করিয়া স্বজাতি সমাজে অশেষ প্রতিপত্তি লাভ করেন। স্বরেশ্বরের অধস্তন ৭ম পুরুষ রাজবল্লভ রায় চৌধুরী সর্বশাস্ত্রে অসাধারণ পণ্ডিত ছিলেন, এ জন্য তাহার নাম হয় বিস্কার। অতিরিক্ত বিজ্ঞাচৰ্কার জন্ত বিষয়-বিভ্রমেই হউক, বা যে কোন কারণে হুইক, তাছার জমিদারীর রাজস্ব বাকী পড়ে। তখন সম্ভবতঃ মুর্শিদকুলি খ বঙ্গের স্ববাদার , তিনি কি ভাবেকড়াকড়ি করির রাজস্ব সংগ্রহ করতেন, তাহা সকলে জানেন। বিগধর মুর্শিদাবাদে নীত হইয়াতুখনকার রীতি অনুসারে শান্তি ভোগ করেন। গল্প আছে, তাহাকে প্রচও রৌদ্রোওয়েমান করিয়া রাখা হয় ; কিন্তু হরতঃ তাহার ভক্তি-মহাস্থ্যে আকাশ অকস্মাং মেঘাচ্ছন্ন হুইবা তাহাকে ছায়ান করে। মুর্শিদ কুলিথ উহা দেখিয়া তাহাকে নিস্কৃতি ত দিলেনই, অধিকন্তু তাহার ধৰ্ম্মনিষ্ঠার পুরষ্কার স্বরূপ হোগলা পরগণা হইতে একটি পৃথক তালুক স্বষ্টি করিয়া তাহাকে প্রদত্ত হইল। লিষ্ঠাবান ব্রাহ্মণ প্রতিগ্ৰছে অসন্মত্ত হইলে ঐ তালুক সামান্ত করে তাহার সহিত বন্ধোৰন্ত হইল। ঐ তালুকের