পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩e যশোহর-খুলনার ইতিহাস প্রসাদের পুত্র হরপ্রসাণ ও পরে তৎপুত্র বরদাপ্রসাদ w• অংশ ভোগ করিতেছেন। হর্গাপ্রসাদের ॥y• অংশ তাহার তিন পুত্রের মধ্যে সমভাগে বিভক্ত হয়, তন্মধ্যে জ্যেষ্ঠ খামাপ্রসাদের পুত্র রমাপ্রসাদ J৪ অংশভাগী আছেন ; উহার অংশকে হোগলার বড় জিলা বলে। দ্বিতীয় পুত্র হরিপ্রসাদ জীবিত আছেন, কিন্তু তিনি র্তাহাব অংশ বরদাপ্রসাদকে পত্তনী দিয়াছেন। তৃতীয় পুত্র কালীপ্রসাদের অংশ কলিকাতা নিবাসী দ্বারকানাথ মুখোপাধ্যায় খরিদ করেন ও তিনি সে সম্পত্তি হরপ্রসাদকে পত্তনী দেন। সুতরাং বরদlপ্রসাদ পৈতৃক v• বাদে পত্তনী v৮ পাই অংশেরও অধিকারী আছেন। বরদাপ্রসাদের অংশকে হোগলার ছোট জিলা বলে। ইহাদের উভয় সরিকের কাছারী বাট পূৰ্ব্বে পাচআনী গ্রামে ছিল, এখন উহা মানসায় আসিয়াছে। সমগ্র হোগলা পরগণার অৰ্দ্ধাংশ লইয়া বড় ও ছোট জিলা গঠিত। অপর চারি আন অংশ রামনগর নিবাসী ঘোষ চৌধুরীদিগের সম্পত্তি। তাছাদেরও কাছারী মানসায় আছে, তাহাকে হোগলার মেজ জিলা বলে । রামনগরের ঘোষ চৌধুরী বংশ—উত্তর রাঢ়ীয় কুলীন কায়স্থ সোঁকালিন গোত্রীয় কৃষ্ণদুলাল ঘোষ বৰ্দ্ধমান জেলায় দাঁইহাটের নিকটবৰ্ত্তী জগদানন্দপুরে বাস করিতেন । তাহার কন্যার সহিত চাচড়ার রাজা শ্ৰীকণ্ঠ রায়ের বিবাহ হয় । সেই স্বত্রে তিনি চাচড়ার সন্নিকটে ভৈরব-তীরে রামনগরে আসিয়৷ বাস করেন এবং রাজার ইমাদপুর পরগণার মধ্য হইতে রামনগর, বলরামনগর, তালবেড়িয়া প্রভৃতি খারিজ তালুক স্বষ্টি করিয়া কৃঞ্চলালের সঙ্গে বন্দোবস্ত করেন। কৃঞ্চদুলাল যশোহর-কালেক্টরীর সেরেস্তাদার ছিলেন এবং পরে তৎপুত্র রাধামোহন ঐ চাকরী পান। তখন এ সকল চাকরীতে “দু’পয়সা” ঘরে আসিত, পিতাপুত্রে ষে অর্থ সঞ্চয় করেন, তার স্বযোগমত সম্পত্তি ক্রয় করিয়াছিলেন। পূর্কেই বলিয়াছি হোগলা পরগণার চতুর্থাংশ কাপ্তপ চৌধুীদিগের নিকট হইতে মুড়াগাছার জমিদার লক্ষ্মীনারায়ণ রায় খরিদ করেন ; গুংপুত্র বৈজ্ঞনাং রায় (১২০১ সালে) একখানি কবচপত্র দ্বারা ঐ সম্পত্তি রাধামোহন ঘোষ চৌধুরীকে হস্তাস্তর করেন। এইরূপে বেলকুলিয়া পরগণার ।• চারি আন অংশ এবং ইশপপুর পরগণার তরফ সেনহাটি প্রভৃতি ইহাদের হন্তে আসে। রাধামোহনের ছয় পুত্রের মধ্যে জ্যেষ্ঠ গোবিন্দসেবক নিঃসন্তান