পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*$$. थtनॉइङ्ग-भून्नांब्र हेडिशन পৰ্যন্ত সনদের তারিখ দেখিয়াছি। ১৯৬৩ সালে ১৭৫৭ খৃষ্টা হয় ; সুতরাং সে পৰ্য্যন্ত জমিদারী দত্তচৌধুরীদিগের হস্তে ছিল, অম্বুমান করিতে পারি। এখন अभिशान्त्री नाहे वाले, क्खुि ब्राम्रराठोबूौ डेणोश्षिात्रै cमोहडारप्रिब प्रख्गं५ वशंम ७ সমাজে বিশেষ সন্মানিত । ১৯৬৭ সালে (১৭৬০ খৃঃ) যখন অন্তে পরে কী ৰখা, স্বয়ং মীরজাফরেরই মবাৰী গইয়া টানাটানি চলিতেছে, তখন দেখি, ৰেলফুলিয়া পরগণা মুড়াগাছার ক্ষয়ি জমিদার কৃষ্ণসিংহ রায় ( ওরফে সীতারাম রায় ) ও ব্রজলাল রায়ের কল্পগত হইয়া পড়িয়াছে। তখন কৃষ্ণসিংহ রায় ৰেলফুলিয়ার পূর্ব সীমান্ডে জয়পুর নামক গ্রামে আসিয়া বসতি করেন । বর্তমাম খণ্ডুরিয়৷ জমিদারী কাছারীর পূর্বভাগে যেখানে একটি পুরাতন বৃহৎ দীর্থিক্য আছে এবং পুরাতন বাটীর ভগ্নাবশেষ “কোঠাৰাড়ী” নামে পরিচিত, উহাই কৃষ্ণসিংহের বাট । তাহারই পার্থে খড়রিয়া পরগণার সীমা ছিল। অল্পদিন মধ্যে কৃষ্ণসিংহ রায় হোগলা পরগণার অৰ্দ্ধাংশ খরিদ করেন, সে কথা পূৰ্ব্বে বলিয়াছি । কিন্তু তিনি অধিকদিন জমিদারী ভোগ করিতে পারেন মাই। উদ্ধাদের মধ্যে জ্ঞাতিবিরোধ বশতঃ হোগলার অংশ গঙ্গানারায়ণ রায়ের হস্তে যায় এবং বেলফুলিয়ার অধিকার কোম্পানি কর্তৃক বাজেয়াপ্ত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বেলকুলিয়া পরগণা গবর্ণমেণ্টের খাস ছিল। ১৭৯৯ অবে দেখা যায়, উহা ক্ষুদ্র ক্ষুত্র খণ্ডে বিক্রীত হইতেছে । • কালক্রমে সেই সকল খণ্ড একত্র করিয়া হাটখোলার দত্তচৌধুরীগণ ।y• গঙ্গানারায়ণের পুত্র দুর্গাপ্রসাদ রায়।v• ও রামনগরের ঘোষ চৌধুৰীগণ · অংশের মালিক হন। এখনও সেইরূপ আছে। বেলকুলিয়া পরগণায় পৃথকৃ তেজি নাই, উহার অংশত্রয় খড়রিয়া ও হোগলার তৌজিছুক্ত হুইয়া গিয়াছে। (৪) তিরুলিক্স, মধুদিল্লী ও রাঙ্গদিয়৷ গোবর ডাঙ্গার জমিদারগণ—যশোহরের অন্তর্গত সারবার প্রসিদ্ধ কুলীন শুনিয়াম মুখোপাধ্যায় একদা গঙ্গারান উপলক্ষে ইছাপুর গিয়া তথাকার হোড় we hand's Report pp. so, uşı