পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃ-পরিচয় । ☾Ꮬ বাস্তবিকই পদ্মপত্রে জলের মত কিছু কাল হইতে গৌড়তক্তের রাজত্ব বড় চঞ্চল হইয় পড়িয়াছিল । সুলেমানের সিংহাসন প্রাপ্তির সঙ্গে সেই চাঞ্চল্য আবার থামিল ; নিপুণ কর্ণধারের হস্তে বঙ্গের শাসন-তরণী আবার কিছুকালের জন্য সদৰ্পে ও নিরুদ্বেগে চলিল । - সুলেমান চতুর শাসনকর্তা । তিনি অরাজকতার যুগে কঠোর ভাবে রাজদণ্ড পরিচালনা করিয়া শান্তি সংস্থাপন করিয়াছিলেন । কিন্তু তিনি গুণীর সমাদর করিতেও জানিতেন। কোন রাজনৈতিক বিদ্রোহে যোগদান না করিয়া সব কার্য্যে কৃতিত্ব দেখাইয়া, ভবানন্দ প্রভৃতি তিন ভ্রাতাই মুলেমানের কৃপালাভ করিয়াছিলেন, ক্রমে তাহারা উচ্চপদ পাইলেন, ক্রমে তাহাদের ভাগ্যাকাশ পরিষ্কৃত হইল। ভবানন্দ মন্ত্রিত্বলাভ করিলেন, আর শিবানন্দ হইলেন কানুনগো দপ্তরের অধ্যক্ষ । এই সময়ে শ্ৰীহরি ও জানকীবল্লভ উভয়ে উদীয়মান যুবক। সুলেমানেরও বয়াজিদ ও দায়ুদ নামে দুইপুত্র ছিল। মন্ত্রিপুত্রের সন্মান এত বাড়িয়াছিল যে, রাজপুরীতে শ্ৰীহরি ও জানকীবল্লভ রাজপুত্রদ্বয়ের সহিত একত্র অবস্থান, ভ্রমণ ও শিক্ষালাভ করিতেন। সে জন্ত তাহাদের মধ্যে বিশেষ সৌহৃদ্য স্থাপিত হয় । এষ্ট সৌহৃদ্যই যশোহর রাজ্যস্থাপনের মূলীভূত কারণ। গৌড়ের জলবায়ু অস্বাস্থ্যকর দেখিয়া সুলেমান নিকটবৰ্ত্ত তাও বা টাড়া নামক স্থানে রাজধানী স্থানান্তরিত করেন ( ১৫৬৪ )। ইছা গৌড় হইতে আকমহল ( রাজমহল) যাইবার পথে গঙ্গার চড়ায় প্রাচীন থাত পাগলী নদীর তীরে অবস্থিত ছিল। এখন আর উহার চিহ্ন মাত্র নাই। কিন্তু তখন গৌড় ও তাও এক হইয়া গিয়াছিল ৪ তাণ্ডাতে রাজধানী থাকিলেও রাজধানীর সাধারণ নাম গৌড় বা জিন্নতাবাদই ছিল। দশবৎসর রাজত্বের পর স্থলেমান পরলোক গত হন। তাহার শাসনকালে তদীয় সেনাপতি কালাপাহাড় কর্তৃক উড়িষ্ম-বিজয়

  • Stewart, History of Bengal, p 169 “Old Tanda has been utterly swept away by the changes in the course of the Pagla." Ain-i-Akbari, Jarret, ii p. 00S BB BBD DDD DD D BBBBBS BBB BBB BDD DDD DtB DDB BDD चप्मक थाप्यद्र नांcमब्र मप्न छtफ़ नश्दूड cनथ थाब्र । ब्रांजवाबीप्क विtनव कबिबाब्र बछ उtशरक थान वा षानभूत्र डी७ बनिङ । “औष्क्लब शख्शिन,” २॥ १७. *** भूः ।