পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: Aàs ধশোর-খুলনার ইতিহাস ছয়। তখন শ্ৰীমতী ময়েল (Mrs. Morrell) নামক এক ইংরাজ-পত্নী প্রার্থী হইয়া উক্ত লাটগুলি নিজ পুত্রদিগের নামে ৰঙ্গোবস্ত করিয়া লন (১৮৪৯)। উহার চারিটি পুত্র ছিলেন, রবার্ট, টমাস, উইলিয়। ইভানস ও হেনী । তন্মধ্যে মধ্যম টমাস অল্প বয়সে মারা যান। অপর তিন ভ্রাতা নৌকাযোগে জাসিয়া বলেশ্বর ও পানগুচি নদীর সঙ্গম সন্নিকটে সরালিয়া নামক স্থানে জঙ্গল কাটির বসতি করেন। অচিরে তাহাদের অদম্য উদ্যম, অক্লাস্তশ্রম, ইংরাজোচিত অধ্যবসায় ও ব্যবস্থা-নৈপুণ্য দ্বার প্রাকৃতিক প্রতিবন্ধক তুচ্ছ করিয়া বিস্তীর্ণ জঙ্গল আবাদ করিয়া তুলেন এবং দশ বৎসরের মধ্যে ৬০৷৬৫ হাজার বিঘা কৃষিক্ষেত্রে পরিণত করেন। দলে দলে প্রজা আসিয়া স্থায়ী নিরীখে (১v• বিধা হিসাবে) পাট্ট গ্রহণ করে ; শীঘ্রই তাছাদের সম্পত্তির মূল্য ১০ লক্ষ টাকা দাড়ায় । • মরেলগণ স্কৃঢ় ভিত্তির উপর স্ববৃহৎ ইমারত নিৰ্ম্মাণ করিয়া আবাস বাটিক করেন ; উৰাৱ চতুঃপার্থে স্ববিস্তৃত পাকারাস্তা, ঘাটবাধা পুকুর ও ফলের বাগান রচনা করেন। এখনও ৫ বিঘা জমিতে একটি নারিকেল বাগান রহিয়াছে। উছার নীতীরে বাজার বসাইরা তাহার নাম রাখেন মরেলগঞ্জ । সে হাট এখনও আছে, সোম শুক্রবারে সমস্তদিন ধরিয়া একটি হাট ৰসে ; উহা বড়দলের মত ন হইলেও জন্দরবনের একটি বড় হাট ; ধান চাউলই প্রধান পণ্য । জ্বৰস্থান গুণে মরেলগঞ্জ একটি বিশিষ্ট বাণিজ্য স্থান হুইয়া উঠে । হাট যত বড় হইতে লাগিল, নানা দেশায় পণ্য-তরণী এখানে আসিতেছিল। ১৮৬৯অৰে গবর্ণমেণ্ট মরেলগঞ্জকে বন্দর ( Port ) বলিয়া নির্দিষ্ট করেন এবং বড় বড় জাহাজ এখানে আসিবার ব্যৰস্থ হয় । । ক্রমে সাহেবদিগের উদ্যোগে মরেলগজে একটি থান, স্কুল, সবরেজেক্ট আফিস ও ডিস্পেন্সারী বলিয়াছিল। পূৰ্বেই বলিয়াছি ৰাইখালি গ্রামটি ঃ মরেল সাহেৰদিগের ছিল। ঐ গ্রামে • Sir J. P. Grant's Minute on the Indigo Commission, parasg: Buckland's Bengal vol. I, p. 260. t Hunter's Jessore pp.232-3. S gD DDDDDD DDDD DDDD DDDDS DDD DDDDDD DDDDD DD यूर्क काजछिोष बावक अक विशाठ ककिर, आशब निड़ कठूत्रांषांनात्र cबाजन बबाषाऋक DDD DDD DDDD DDD DDDDD DD DDDD DDDDS DDDD DD DDDDD DDB BB