পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

byes. क्षशीङ्केङ्ग-भूज्नाङ्ग डिशंश् খুবই কম, খুলনার বুড়ন পরগণায়, যশোহরের মাগুর মহকুমার এবং অন্তান্ত ব্রাহ্মণ প্রধান বড় বড় গ্রামে দুইচারি ঘর প্রধান বারেঙ্গ বংশ আছেন। এক সময় সাতক্ষীরায় বারেত্র ভট্টাচাৰ্য্যগণের বসতিজন্ত ভাটপাড়া-কণাগাছি একটি প্রসিদ্ধ সংস্কৃত চর্চার স্থান হইয়া দাড়াইয়াছিল, এখনও ঐযুক্ত গঙ্গাচরণ বেদান্তবিদ্যাসাগর এই বংশের মুখোজ্জল করিতেছেন। বারেক্স ব্রাহ্মণগণ ও কনীেজাগত ব্রাহ্মণগণের বংশধরগণ বঙ্গালী কৌলীন্ত লাভ করিয়াছেন । অনেককাল হইতে উচ্চবর্ণের গুরুপুরোহিতরূপে বৈদিক ব্রাহ্মণগণ এদেশে বাস করিতেছেন। তাহাদের বংশধরগণ এখনও সমাজে প্রতিপত্তিশালী। ৰঙ্গে যে সব বৈদিক ব্রাহ্মণের বাস আছে, তাহারা দ্বিবিধ ;—দাক্ষিণাত্য ও পাশ্চাত্য। দাক্ষিণাত্য বৈদিকের বিশেষ বাস যশোহর-খুলনায় নাই। প্রতাপাদিত্যের আনীত ৮গোবিন্দদেবের সেবায়ুৎ রায়পুরের অধিকারিগণ উড়িষ্য হইতে আসেন বটে, কিন্তু তাহারা পরে রাজামুগ্রহে রাঢ়ীয় সমাজে প্রবেশ লাভ করিয়াছেন। এতদ্দেশে বৈদিকের অধিকাংশই পাশ্চাত্য বৈদিক । উহাদের গোত্র সংখ্যা ২৪টি, তন্মধ্যে শাণ্ডিল্য, বশিষ্ট, ভরদ্বাজ, সাবর্ণ ও গুনক এই পঞ্চ গোত্র প্রধান। • ইহারা পঞ্চগোত্রীয়, অবশিষ্ট সকলে পারিভাষিক হিসাবে ষড়গোত্রীয় বলিয়া পরিচিত হন। মাগুরার অন্তর্গত বারুইখালি বৈদিকদিগের প্রধান সমাজ ; এখানকার গুনক ("ধলছত্রের শৌনক” ) বিখ্যাত। প্রসিদ্ধ রসিক কবি কবিচক্স এবং কাশ্মীর জন্তু পাঠশালায় ভূতপূৰ্ব্ব স্তায়ের অধ্যাপক প্রসিদ্ধ লক্ষ্মণ স্তায়তর্কতীর্থ এই বংশীয়। শুধু গুমক নহে, ভরদ্বাজ, শাণ্ডিল, ঘুতকৌশিক ও কৃঞ্চাত্ৰেয় প্রভৃতি গোল্লায় বৈদিকগণ বারুইখালি, ও বায়নায় (বান ) বাস করেন এবং নালিয়ার ( কাপ্তপ ) ভট্টাচাৰ্য্যগণ সমাজে আদৃত। অসংখ্য বৈদিক পণ্ডিতের বসতির জন্ত বারুইখালি একসময়ে নবীপের মত সংস্কৃত্তচর্চার স্থান ছিল । এখনও এখানে একটি সংস্কৃত কলেজ চলিতেছে। নড়াইলের নিকটবৰ্ত্তী উজিরপুর মোঁদুগলা-বৈদিকের প্রধান কেজ। এই বংশীয় কৈলাসচন্দ্র স্থায়রত্ন প্রসিদ্ধ লৈয়ারিক ছিলেন ; প্রখ্যাতনামা অধ্যাপক জয়নারায়ণ তর্করত্ন এই কৈলাসচক্সের শিষ্য। চুচুড়া रेवंक्कि कूण शैनिक, विचष्कांद, sप थ७, ७७४शृं: