পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈদ্য-বংশ ᎿzᎲᏜ উমাপতির ধারা পূর্ববঙ্গে যান। উমাপতির বংশধর “নাড়ী-প্রকাশ"-রচয়িত শঙ্কর সেন কবিরাজ পয়োগ্রামের অধিবাসী ছিলেন। ভারত বিখ্যাত কবিরাজ মহামহোপাধ্যায় বিজয়রত্ন সেন কবিরঞ্জন এই উমাপতি-বংশের উজ্জ্বল রত্ন । কয়েক সে পূৰ্ব্বে তিনি পয়োগ্রামে বাসগৃহ নিৰ্ম্মাণের পর পরলোকগত হইয়াছেন। নিধিপতির পৌত্র রাম ও পীতাম্বর ; পীতাম্বরের বৃদ্ধ প্রপৌত্র জয়রাম খান্দারপাড়া বাস করেন। জয়রামের পৌত্র মহামহোপাধ্যায় অভিরাম কবীজশেখরের পরিচয় এবং তাপীয় মহামহোপাধ্যার দ্বারকানাথ সেন কবিরাজের কথা পূৰ্ব্বে বলিয়াছি (৫৬৮৯ খৃঃ)। রামের পুত্র প্রভাকর বিশেষ বিখ্যাত ব্যক্তি। প্রভাকরের সন্তানগণ সংক্রিাৰিত মহোজ্জল কুলীন। সেই জন্য “পয়োগ্রামের প্রভাকর” নামে একটি ৰিশিষ্ট থাকের স্বষ্টি হইয়াছে। এই বংশে যে কত কবিরাজ, কবিকণ্ঠাভরণ, কবিচিন্তামণি এবং কবীন্দ্র প্রভৃতি শাস্ত্রজ্ঞ ভিধশ্বর্গ জন্মগ্রহণ করিয়াছেন, তাহার সংখ্যা নাই । শেষ কবীন্দ্র, কালিদাস সেন, প্রভাকর বংশের মহারত্ব। প্রভাকরের ভ্রাত ধৰ্ম্মাঙ্গদের বংশীয়গণ পয়োগ্রাম হইতে সেনছাটি আসেন। ইহাও একটি প্রসিদ্ধ কুলীন বংশ। কবিরাজ গৌরকিশোর সেন সেনহাটির হিঙ্গু বংশ উজ্জল করিয়াছিলেন। কুশলীর জ্যৈষ্ঠ পুত্র গণ (গণপতি) তেঘরিয়ার ছিলেন। তাহার অধস্তম যষ্ঠপুরুষ গঙ্গাধর গুণাব সেখান হইতে সেনহাটি আসিয়া গণপাড়ায় বাস করেন। সে কালের বহু আয়ুৰ্ব্বেগ্রন্থ-প্রণেতা এই গঙ্গাধর এবং এ যুগের বিশ্ৰুতকীর্তি কবিরাজ পীতাম্বর সেন এই “গণ"-পর্যায়ের কৃতী সপ্তান। শক্তি-গোত্রীর অপর কুলীন শিয়াল সেনের বংশধরগণ কালক্রমে কুল হারাইং বংশজ হইয় যান। উহাদের একটি থাককে পুখুরিয়া বলে। সেই ধারার শিয়ালগণ যশোহরের উত্তরাশে ও ফরিদপুরের অন্তর্গত মহীশালায় বাস করিতেন। মহীশাল হইতে আগত এক ঘর মাত্র সেনহাটতে আছেন। ধহস্তরি গোত্র—এই গোৰীয় প্রহর্ষ, রাঢ়দেশে সেলামে গাজী ছিলেন । উছার দুই পুত্র কমল ও ৰিমল ; বল্লাল সেনের সময় কমল পিঙ্গর স্বত্বর পর রাজত্ব পান। বাল ও লক্ষ্মণ সেন পিতা পুত্রে যে সমাজগত বিৰাধ ছিল, তাই शत्रनिड। उशत्र श्न निमनगञ१cगठनव निक? cरोगैश्च न भवः कभग $ a శి