পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কায়স্থ-সমাজ tryt সন্নিকটে খুল্লিয়ায় বাস করিয়াছিলেন বটে, কিন্তু সে বংশ এক্ষণে নিয়ম্বর (৫৩৮ পূঃ ) । বঙ্গজ কায়স্থগণের – একটি প্রধান সমাজ প্রাচীন যশোহরে স্থাপিত হয়, সে পরিচয় ও পূৰ্ব্বে দিয়াছি (৮৮৯২পূঃ) ঘটকের বলেন, বঙ্গজ সমাজে চন্দ্রদ্বীপ শীর্ষস্থানীয়, যশোহর দ্বিতীয়, তন্নিয়ে ইদিলপুরও বিক্রমপুর, তৎপরে ফতেহাবাদ ও বাজু প্রভৃতি স্থানীয় অন্যান্ত সমাজ। • রাজা বসন্তরায় সৰ্ব্বজাতীয় প্রধান কুলীন আনিয়া যশোহর-সমাজ গড়িয়াছিলেন, প্রতাপাদিত্যের প্রতাপান্ধিত শাসনতলে সে সমাজ চন্দ্রদ্বীপকেও অধোনত করিয়াছিল। এখন ততটা না থাকিলেও কুলীন-প্রধান যশোহর-সমাজের যথেষ্ট খ্যাতি আছে। তাহার সংক্ষিপ্ত পরিচয় দিতেছি । পুরাতন যশোর-রাজ্যই এ সমাজের ক্ষেত্র ছিল, এখন তাহ খুলনা ও ২৪ পরগণা জেলার মধ্যে বিভক্ত হইয়াছে। আধুনিক যশোহরে বঙ্গজের বসতি বড় কম ; ইতুন ও স্বৰ্য্যকুও প্রভৃতি স্থানে কয়েক এর আছেন, উহাদের কথা বলিয়াছ (৬২৬৮, ৬৩৬৮ পৃ: )। খুলনার মধ্যে সাতক্ষীরা মহকুমায় নানা স্থানে এবং বাগেরহাটের অন্তর্গত হাবেলী পরগণায় বঙ্গজের বাস আছে ৷ বঙ্গজদিগের মধ্যে বহ, ঘোষ ও গুহ কুলীন মিত্ৰও কুলীন ছিলেন বটে, কিন্তু ঐ বংশ পোষ্যপুত্রে পরিণত হওয়ায় কুলীন হইয় গিয়াছেন । এতদ্ভিন্ন দত্ত, দাস, নাগ ও নাথ এই ৪ ঘর মধ্যল্য এবং দেব রাধ " সিংহ প্রভৃতি ১৯ ঘর মহাপাত্র বঙ্গজ-সমাজভূক্ত। ইহার মধ্যে তিন শ্রেণীর কুলীন, বংশজ এবং মৌলিকের মধ্যে দত্ত ও দাস বংশ মাত্র আধুনিক যশোহর-সমাজে বর্তমান, मिजद७ वा अङ cमोनिक ब५ नई। उोठे बगिप्ड दिया".******* কুলীনের সমাজ ।

  • “চন্দ্রদ্বীপ: শিৱঃস্থানং যশোর; নয়নদ্বয়ম্।

ইদিলপুরো বিক্রমপুত্র: উভৌ বাদু প্রচক্ষাতে s बक्रः य८डहावांम* बtश्व"** যুগ্মক । sgata: •āāoe #o अइकtब्ररेक: ॥” बिबकtब्रिक । "3"", 9 **** tmsaa nasta emsچ +