পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কায়স্থ-সমাজ bo 3 . গোস্বামী বা গোঁসাই দাস নবাবের দেওয়ান ও তিয়া পরগণার জমিদার श्नभक्छ क्रीिकोख जि{ोसूकैज्ञ क्छ। विनाइ कच्चि वर्द्धमान খুলনার অন্তর্গত কুমিরায় বাস করেন। রুক্মিণীকান্ত সৰ্ব্বজাতীয় কুলীনের সহিত সম্বন্ধ স্থাপনের জন্ত কুলত্যাগ করত: মৌলিক হইয় গোষ্ঠীপতিত্ব লাভ করেন। তাহারই চেষ্টায় কুমিরা তখন ব্রাহ্মণ কায়ন্থের একটি প্রধান সমাজ হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহোদয়ের পূর্বনিবাস এই কুমিরায়। গোসাই দাসের পুত্র ভরত প্রকৃতরাজ হন, তৎপুত্র রামদেব কালিদাস রায়ের কম্ভ বিবাহ করিয়া বাঘুটিয়ায় বাস করেন। রামদেবের পোস্ত্র श्tāक्लफ ॐङ्गठब्लांख हन ; তংপুত্র ব্রজকিশোরের সময়ে ১৭৯৩ শকে (১৭৮১ খৃঃ) বাগ্লুটার নূতন বাটতে শিবমন্দির প্রতিষ্ঠিত হয়। তৎমুহ চণ্ডীচরণ প্রতাপশালী কায়স্থস্কুলপতি । তিনি বহু পরিত্যক্ত কায়স্থ বংশের সমন্বয় ও সমুন্নতি সাধন করিয়া দেশমধ্যে প্রাতঃস্মরণীয় হইয়া রহিয়াছেন। চণ্ডীচরণের পুল্ল কৃষ্ণচরণের সময় কলিকাতার সাতুবাবু নাটুবাবু একয়াই করিয়া গোষ্ঠীপতি হন। কৃষ্ণচরণের প্রথম পুত্র কুলইচরণের অকাল মৃত্যুতে তৎকনিষ্ঠ হরিচরণ প্রকৃতমূখ্য বলিয়া গণ্য হন। এখন হরিচরণ ও তৎকনিষ্ঠ প্রিযুনাথের বংশাভাব ঘটিয়াছে। সুতরাং উহাদের কনিষ্ঠ খ্ৰীযুক্ত রাজেন্দ্রকুমার ঘোষ বাঘুটিয়া সমাজে কৌলীস্তে অগ্রগণ্য। তবে এক্ষণে একযাই হইলে প্রকৃতরাজ হুইবার অধিকার এ ধারায় আর বৰ্ত্তিবে কিনা সমস্তার বিষয় হইয়াছে। এখন আমি অতি সংক্ষেপে যশোহর-খুলনার মধ্যে দক্ষিণ রাঢ়ীর কারন্থের প্রধান প্রধান বংশগুলির অবস্থান নির্দেশ করিব এবং প্রসঙ্গতঃ দুইএকজন খ্যাতি-সম্পন্ন ব্যক্তির নামোল্লেখ করিব। বিস্তৃত বংশ বিবরণ পরিশিষ্ট খণ্ডের জন্য অবশিষ্ট রহিল। পূর্বেই বলিয়াছি, ঘোষ বংশের দুইটি সমাজ, বালী ও আকৃন। তন্মধ্যে বালীসমাজের ঘোষ কুলীনগণ বায়ুটিয়া, কুমির, গোধূলি, মহিষখোল, বিভাগদি, কাটিপাড়া, চৌগাছা, পোলে-মাগুর বাসড়ী ও কুরিগ্রামে এবং আকৃন সমাজের ঘোষগণ বিস্কানন্দকাটি, মঙ্গলকোট, দিঘলিয়, ধরগঞ্জ, কোড়ামার, নওয়াপাড়, মাগুরখালি, হ্য, অবিল, কলাগাছি । মৈাধুনী প্রভৃতি স্থানে বাস করিতেছেন। পোলোমাণ্ডার ঘোষবংশে এষিদ্ধ “অমৃতৰাজার পত্রিকা-সম্পাদক শিশিরকুমার ও মতিলালের জন্ম হয় ;