পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Հe যশোহর-খুলনার ইতিহাস এবং বিখ্যাত উকীল অম্বিকাচরণ ঘোষ ও “বস্নমতী” সম্পাদক উপন্যাসিক হেমেন্ত্র প্রসাদ চৌগাছার ঘোষ বংশ সমুজ্জল করিয়াছেন। আলিপুরের উকীল সরকার, রায় বাহাদুর দেবেন্দ্র চন্দ্র ঘোষ বিস্তাননাকাটীর অধিবাসী ছিলেন, তৎপুত্র মান্তৰর চারুচন্দ্র ঘোষ বৰ্ত্তমান হাইকোর্টের জজ । আকৃন সমাজের ংশজগণ রায়গ্রাম, আউড়িয়া, শ্রীরামপুর ও মূলঘর প্রভৃতি স্থানে বাস করিতেছেন ; চূড়ামণকাট, খেদাপাড়া ও বাগডাঙ্গার ঘোষগণের মুল পরিচয় অজ্ঞাত বলিয়া ঘটকের কবিতা আছে । বসুবংশের দুইটি সমাজ, বাগাণ্ড ও মাহিনগর। তন্মধ্যে বাগাণ্ডার বস্থ কুলীনগণ কুমির, জঙ্গলবাধাল, পাজিয়া (জেয়ালার বস্থ, ) হরিশঙ্করপুর, আলুক, গোটাপাড়া, কাটিপাড়, রাধানগর, কোলা-দীঘলিয়া, শ্ৰীধরপুর, শুভরাঢ়, মাছিন্দির প্রভৃতি স্থানে এবং মাহিনগর সমাজের কুলীনগণ কুমির, মাগুর, বিভাগদি, বিষ্ঠাননাকাটি, খলিসাখালি, মুলধর, মসিদপুর, গৌরীঘন, মধুদিয়া (“মীরবহর”বস্ব ), ধোপাদি, ভাড়া সিমুলিয়া ও বাক প্রভৃতি স্থানে বসতি করিতেছেন। পাজিয়ার রাজা পরেশ নাথের কথা পূৰ্ব্বে বলিয়াছি (১০৭খৃ: )। প্রসিদ্ধ লেখক ও ডেপুটি ম্যাজিষ্ট্রেট 8রাসবিহারী বসু, সবজজ, রায় বাহাদুর প্রসন্নকুমার বসু, হাইকোটের খ্যাতনামা উকীল নরেন্দ্রকুমার বস্ব ও তাহার কনিষ্ঠ ভ্রাতা, সেসনস জজ, বীরেন্দ্রকুমার বসু ( I, c. s. ) বিদ্যানন্দকাটির বসুবংশকে দেশ বিখ্যাত করিয়াছেন। গণিতাধ্যাপক কালীপদ বন্ধ হরিশঙ্কর পুরের অধিবাসী। বাগাও বহুবংশীয় বংশজের পাইকপাড়, শঙ্করপাশ প্রভৃতি স্থানে এবং মাহিনগরের বংশজের বেলফুলিয়, বিছালী, কোদলা, স্কৃতকাদিতে বাস করিতেছেন। বেলফুলিয়ার বস্থচৌধুরীদিগের কথা পূৰ্ব্বে বলিয়াছি। মাহিনগর সমাজের রাজা স্বৰ্য্যবেদ বসু খুলনার অন্তর্গত শোভন গ্রামের প্রতিষ্ঠাতা। তথায় তাহার বাটীর ভগ্নাবশেষ আছে। মিরদিগের দুইটি সমাজ বড়িষা ও টেক" । কলিকাতার নিকটবর্তী বড়িষা এখনও সমাজস্থান ; টেকার বিশেষ সন্ধান পাওয়া যায় নাই। বড়িষার মিত্ৰগণের প্রধান ধার কোন্নগরে যান, সেস্থান হুগলী জেলার অন্তর্গত। এতদঞ্চলে বড়িধার মিত্ৰগণের প্রথম বসতি কপোতাক্ষীতীরে গুয়াতলীতে এবং কেশবপুরের নিকটৱৰ্ত্তী পাজিয়ায়। অনেক স্থানের মিস্ত্রগণ এই দুইশ্বানের পরিচয় দিয়৷