পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b'8e যশোহর-খুলনার ইতিহাস উহাদের স্বজাতীয় শাসনকালে তাহারা যেমন রাজামুগ্রহে সম্পোষিত হইতেন, ইংরাজ আমলে, বিশেষতঃ উহার প্রথম একশত বর্ষকাল গবৰ্ণমেন্ট হইতে সুদৃষ্টির অভাবে, উহাদের অনেক পরিবার চিরাচরিত হালচা’ল বা বংশ-সন্ত্রম বজায় রাখিতে গিয়া একেবারে দ্বীনদশায় পতিত হল ; * আবার শিক্ষোন্নতি ও সরকারের সদাশয়তার ফলে কিছুদিন হইতে তাহারা মস্তক উন্নত করিয়া বংশগৌরব দেখাইতেছেন। দৃষ্টান্ত স্বরূপ কতকগুলি প্রাচীন সম্রান্ত বংশের উল্লেখ করিতেছি ; খুলনার অন্তর্গত সৈয়দমহলা, বাগেরহাট ( রণবিজয়পুর ) ও পরোগ্রামের সৈয়দ বংশীয়গণ, যশোহরের উত্তরাংশে আলুৰঞ্জয়ার সৈয়দ-বংশীয় পীরসাহেব ; আলাইপুর, রণবিজয়পুর, গদাইপুর, তেতুলিয়, (ব্যামৰ্ত্তার নিকটবৰ্ত্তা ) কাটিপাড়া, ( বড়দলের নিকটবৰ্ত্তী) চাদপুর, (মাগুরার নিকটবৰ্ত্ত ) বরশাট প্রভৃতি স্থানের সুপ্রসিদ্ধ কাজি বংশ ; মহম্মদপুরের নিকটবৰ্ত্তী শীরগ্রামের সন্ত্রান্ত পাঠান-বংশ ; # নাকোলের মীর্জা বা মিরাজী বংশ ; বাগেরহাটের নিকটবৰ্ত্তী সাবেকডাজ, কুলিয়াধা’ড়, রূণবিজয়পুর, পাটরপাড়া ও কররীর লেখ বংশ, কাজি, মোল্য ও চৌধুরী প্রভৃতি উপাধিযুক্ত পয়োগ্রামের সেখবংশ ; নলীর নিকটবর্তী হবখালির মীর বংশ ; শোলপুর-যুীহাটর সর্দার ও আকুঞ্জি বংশ ; ইছারা সকলেই দেশমধ্যে সৰ্ব্বত্র সন্মান লাভ করিয়া থাকেন। শীরগ্রামের সন্ত্রান্ত বংশে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্সীম্যাজিষ্ট্রেট, পরম পণ্ডিত মৌলবী আবদুস সালাম এম,এ মহোদরের জন্ম ; ইনি “রাজুল সালাতিন প্রভৃতি ঐতিহাসিক গ্রন্থের অনুবাদ ও সম্পাদনে যথেষ্ট মৌলিক গবেষণার পরিচয় দিয়াছেন; ইহার ভ্রাতা মৌলবী আবদুল হামিদ এম,এ, বি,এল ভাগলপুর কলেজের গ্রিন্সিপাল ছিলেন এবং ইহার বংশে ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও রেজিট্রার প্রভৃতি বহু উচ্চকৰ্ম্মচারী আছেন। এইরূপে পয়োগ্রামে পুলিলাদি বিভাগে যে কত উচ্চ চাকুরীয় আছেন, তাহ বলিবার নহে; তন্মধ্যে ঢাকা-বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রফেসর আনোয়ারল কাদের এবং পুলিলের ডেপুট সুপারিন্টেণ্ডেণ্ট কাজি আজিজল হক, খুলনা ডিঃ বোর্ডের সদস্ত কাজি সৈফ,

  • Hunter's Indian Mussalmans, p. 155. t “Close to Mahammadpur lies an old Musalman colony at Shirgeon on the Barasia River.” Reasu-s-Salatin, p. 265 note.