পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م/و! গৌরবান্বিত হইয়াছে। খাজাহান যশোহর হইতে আসিয়া খুলনায় আত্মপ্রতিষ্ঠা করিয়াছেন, যশোরাধিপতি প্রতাপের রাজধানী খুলনার সম্পত্তি হইয়াছে। এই দুই জেলার যে পৃথক পৃথকৃ সরকারী বিবরণী প্রকাশিত হইয়াছে, তাহাতে অধিকাংশ স্থলেই এককথা দুইবার লিখিত হইয়াছে। সুতরাং উভয় জেলা পৃথকৃ করিলে ঐতিহাসিক-স্বত্র ছিন্ন হইয়া যায় । আমি প্রস্তাবিত যশোহর-খুলনার ইতিহাসকে চারি অংশে বিভক্ত করিয়াছি, (১) প্রাকৃতিক—ইহাতে ভৌগলিক বিবরণী থাকিবে। (২) ঐতিহাসিক— ইহাতে ধারাবাহিক ইতিবৃত্ত থাকিবে । (৩) বৈষয়িক-ইহাতে যাবতীয় বিবরণী sfērītā orā (statistics) osfērā aq: (s) =\tfēștfrr (gaz etteer)– ইহাতে (ক) প্রধান প্রধান স্থানের ইতিহাস, (খ) প্রধান প্রথান বংশের বিবরণ, ও (গ) প্রধান প্রধান কৃতী পুরুষের জীবনবৃত্ত থাকিবে । অনেকেই যেরূপ খণ্ডবিবরণী বা statistics দিয়া প্রাদেশিক ইতিহাসের প্রথম খণ্ড প্রকাশিত করিয়াছেন, আমি তাহা করি নাই । অস্ত যশোহর-খুলনার ইতিহাসের প্রথম খণ্ড প্রকাশিত হইল। ইহাতে প্রাকৃতিক অংশ সম্পূর্ণ এবং ঐতিহাসিক অংশের অদ্ধেক আছে। আমি ঐতিহাসিক অংশকে চারিভাগে বিভক্ত করিয়াছি । (১) হিন্দু বৌদ্ধযুগ, (২) পাঠন রাজত্ব, (৩) মোগল আমল ও (৪) ইংরাজ শাসন। তন্মধ্যে বর্তমান খণ্ডে প্রাচীন যুগ হইতে পাঠান রাজত্বের শেষ পৰ্য্যন্ত ইতিহাস আছে। দ্বিতীয় খণ্ডে মোগল ও ইংরাজ আমলের ইতিহাস থাকিবে এবং তৃতীয় খণ্ডে খণ্ড-বিবরণী ও আভিধানিক অংশ গ্রহণ করা যাইবে। এই তিন খণ্ডে সম্পূর্ণ পুস্তক শেষ হইবে। দ্বিতীয় খণ্ড সঙ্গে সঙ্গেই যন্ত্রস্থ হইতেছে। উহাতে প্রথমেই বারভুঞার আবির্ভারের কখ। দিয়া পরে প্রতাপাদিত্যের দীর্ঘ কাহিনী আরব্ধ হইবে। পরে যথাস্থানে সীতারামের ইতিহাস, চাঁচড়া, নলডাঙ্গা প্রভৃতি রাজবংশ এবং নড়াইল, সাতক্ষীরা প্রভৃতি জমিদারবংশের বিবরণ থাকিবে । বল বাহুল্য, আমাকে প্রতাপাদিত্যের বিবরণ সংগ্ৰহজন্তই অধিকতর চেষ্ট এবং সুন্দরবনে দুঃসাহিক অনুসন্ধান করিতে হইয়াছে। বর্তমান খণ্ডে আমি প্রথমেই প্রাকৃতিক বিবরণী দিয়াছি বটে, কিন্তু উছাতে নদ-নদী, খাল-বিল প্রভৃতির ভৌগোলিক বিষয়ের ধারাবাহিক নীরস তালিকা