পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ-সুন্দরবনে মনুষাবাস bሥ¢ সাহেবদিগের জরিপে ১৭৬৪ হইতে ১৭৭২ খৃষ্টাব্দের মধ্যে যে ম্যাপ প্রস্তুত ছইয়াছিল, * তাঃাতে দক্ষিণ সাহবাজপুর একটি দ্বীপ মাত্র ও উহার পশ্চিম দিকেও মেঘনা নদী প্রবাহিত ছিল। মেঘনা হইতে একটি ক্ষুদ্র শাখা পশ্চিমোত্তর মুখে বহিয়া পুনরায় মেঘনায় পড়িয়াছিল। মেঘনার এই অংশ পরে তেতুলিয়ানদী নাম ধারণ করিয়াছে এবং উক্ত শাখা কালুয়া নদী হইয়াছে। মেঘনা ও হরিণঘাটা মোহানার মধ্যে রাবণাবাদ বা গলাচিপা নামক একটি নদী সমুদ্রে পড়িয়াছে ; এই রাবণাবাদ ও মেঘনার মধ্যবৰ্ত্তী অংশ রাবণাবাদ নামে খ্যাত ; ইহা চতুর্দিকে নদ বেষ্টিত একটি দ্বীপ। রেণেলের মাপে রাবণাবাদের ও হরিণঘাটার মধ্যবর্তী সমস্ত প্রদেশ “মগদিগের দ্বারা উৎসন্ন” বলিয়া লিখিত আছে। এই রাবণাবাদে দুইটি মৃন্ময় দুর্গ ও নানা ভগ্নাবশেষ ছিল । উহার চিহ্ন এখন নাই। { ঐ রাবণ বাদের উত্তর সীমায় কালুয়ানদীর দক্ষিণ কূলে দাসপাড়া (Duspara ) নামক একটি সহর ছিল। উপরোক্ত ম্যাপে উহার বিশেষ উল্লেখ আছে। ইহাই পটুগীজ ডাপাড়া (Dapara ) সহর। ইহা দাসপাড়া বা দেবপাড়া এইরূপ কুেনি নামের অপভ্রংশ হইবে। অপর দুইটি নগরী সম্বন্ধে অনুমান ভিন্ন অন্তোপায় নাই। নলদী সম্ভবতঃ বৰ্ত্তমান নলুয়া বা নলদিয়া হইতে পারে। ইহা উত্তর হাতিয়াগড়ে মথুরাপুরের সন্নিকটে নলুয়া নদীর উপর। এখনও কলিকাতা হইতে দক্ষিণদেশীয় আবাদে যাইতে হইলে, মগরাহাট ষ্টেশন হইতে জয়নগর দিয়া নলুয়ায় পৌছিতে হয়, তথা হইতে নৌকাযোগে নানাদিকে যাওয়া যায়। নলুয়ার সন্নিকটে মণির টাট ও নলগড় আবাদ ; এইস্থানে এক প্রাচীন দুর্গের কিছু কিছু ভগ্নাবশেষ পাওয়া • Map of “the provinces of Krishenagar, Jesore, Boosnah and Mahmudshahi with part of Dacca and Raujeshy surveyed by Rennel, Martin and Richards between the years 1764 and 1772.” attached to Colonel Gastrell's Geographical and Statistical Report of Jessore, Fureed Pore and Backerganj. * - t “The mud forts entered on Rennel's map on the banks of the Rabanabad or Gallachipa River do not exist now a days; nor Would we glean any information regarding them.” - Colonel Gastrell's Report P. 25.