পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brや যশোহর-খুলনার ইতিহাস। যায়। এই দুর্গের দক্ষিণ প্রান্তেই বিখ্যাত জটার দেউল। তদ্বিষয় পূৰ্ব্বে বলা হইয়াছে। এ প্রদেশে ঠাকুরাণী নদীর সন্নিকটে প্রাচীনকালে কোন বিখ্যাত স্থান ছিল, তাহ সহজে অনুমান করা যায় । টিপুরিয়া সহর ত্রিপুরার বিকৃত নাম বলিয়া বোধ হয়। সুন্দরবন পদ্মা-মেঘনা পার হইয়া চট্টগ্রাম পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। নবম পরিচ্ছেদ—সুন্দরবনের বৃক্ষলতা। সুন্দরবনের সবই বিচিত্র। এখানকার বৃক্ষলত, জীবজন্তু সবই নূতন ধরণের এবং সবই এক বিচিত্রতার পরিচয় দেয়। এখানে পাতলা পলির কৰ্দমের উপরে অতি শক্ত কাঠের সুন্দরী, পশুর প্রভৃতি বৃক্ষ জন্মে এবং আর্দ্র, জলসিক্ত ও লোণাদেশে গণ্ডার ও ব্যান্ত্রের মত ভীষণ জীবের আবাসভূমি হয়। হরিণগণ মুখসেবিত মুন্দর জীব, তাহার কর্দম মোটেই ভালবাসে না, কিন্তু এই কর্দমাক্ত মুন্দরবনের জঙ্গলেই তাহারা পালে পালে থাকে। এখানে মাছে গাছ বাহিয়৷ উঠে, কুমীরে ডাঙ্গায় আসিয়া জীবজন্তু ধরে, এবং বাস্ত্র কখনও বৃক্ষডালে বিশ্রাম করে, কখনও বা সীতার দিয়া সাগরের মত ভীষণ নদী পার হইয়া যায়। এখানে স্থানের অবস্থান গুণে একই থালে দুইদিকে বিভিন্ন প্রবাহ বহে এবং একই নদীতে অবস্থার গতিকে ইস্থানে দুইপ্রকার ভীষণ মুক্তি পরিগ্রহ করে। এখানে বিষাক্ত বাম্পে বায়ুস্তর পরিপূর্ণ, তথাপি হাতীর মত প্রকাণ্ড গণ্ডার, মহিষের মত প্রকাগু বাঘ, বাঘের মত প্রকাও শূকর, গরুর মত প্রকাণ্ড হরিণ এবং নৌকার মত প্রকাণ্ড কুমীর এই দেশে জন্মে। * মুন্দরবন নিবিড় জঙ্গলাকীর্ণ। এই নিবিড় বনে যেমন অসংখ্য বৃক্ষলত, তেমনই বহু জীবজন্তু বাস করে। কিন্তু এখানে সব বৃক্ষলতা জন্মে না, সব

  • We must still view it as a curious and anomalous tract, for here we see a surface soil Composed of black liquid mud supporting the huge rhincceros, the sharp-hoofed hog, the mudehating tiger and the delicate and fastidiously clean spotted deer, and nourishing and upholding large timber trees; We see fishes climbing trees, tides running in two directions in the same creek and at the same moment. An article on the Gangetic Delta, C. R. 1859.