পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ملe! পুস্তকের কলেবর বৃদ্ধি করি নাই। সরকারী রিপোর্ট হইতে ভাষান্তরিত করিয়া সেরূপ তালিকা দেওয়া কঠিন নছে। কিন্তু সেরূপ নীরস ও সুদীর্ঘ তালিকা দেখিলে পাঠকের বিরক্তির সহিত পত্রোত্তোলন করিয়া চলিয়া যান। আমি ঐ সকল বিষয়ের অনাবস্তক সংখ্যাবৃদ্ধির দিকে নজর না দিয়া, নীরস জিনিসকে সরস করিবার চেষ্টা করিয়াছি ; তজ্জন্ত কি পন্থ অবলম্বন করিয়াছি এবং তাহাতে কিছুমাত্র সফলকাম হইয়াছে কি না, তাহ পাঠকগণই বিচার করিতে পারেন। এই প্রাকৃতিক অংশের মধ্যে সুন্দরবনের এক বিবরণী দিয়াছি। উহাতেও বৈজ্ঞানিক গ্রন্থ খুলিয়া জীবজন্তু বা বৃক্ষলতার বিবরণী দেই নাই। আমি যাহা নিজে দেখিয়া শুনিয়া শিথিয়া বুঝিয়াছি, তাহারই কতক আভাস বৈজ্ঞানিক তত্ত্বের সহিত সম্বন্ধ রাখিয়া লিপিবদ্ধ করিয়াছি। বৃক্ষলতা প্রভৃতির বেলায় উহ। দ্বারা মানুষের কতটুকু প্রয়োজন সিদ্ধি হয়, সেই দিকেই দৃষ্টি রাখিয়াছি। সুন্দর বনের প্রাচীন মনুষ্যাবাসের চিহ্নগুলি অধিকাংশই নিজে দেখিয়া লিথিয়াছি; যেখানে অষ্ঠের সাহায্য লইয়াছি, সেখানে র্যাহার কথা নিজের কথার মত বিশ্বাস করিতে পারি, এমন লোকেরই সাহায্য লইয়াছি। ঐ অংশের বিবরণী সংগ্ৰহ জন্ত আমি রায় সাহেব শ্ৰীযুক্ত নলিনীকান্ত রায় চৌধুরী মহাশয়ের নিকট অপরি শোধ্য ঋণজালে জড়িত। ইনি ডাক্তার প্রফুল্লচন্দ্রের অগ্রজ—তেমনি বিষ্ঠোৎসাহী, তেমনি অমুসন্ধিৎসু এবং তেমনি উদারহৃদয় । সুন্দরবনে শিকার ও ভ্রমণ জন্ত তাহার অধিকাংশ জীবন কাটিয়াছে ; সুন্দরবন তাহার নখদর্পণস্বরূপ। তাহার সাহায্য না পাইলে আমি সুন্দরবনে যাইতে পারিতাম না, বোধ হয় কেহই পারেন না। ডাক্তার প্রফুল্লচন্ত্রের অর্থ ও উৎসাহ যে কার্য্যের প্রাথমিক ৰল, রায় সাহেব নলিনী বাবুর কার্য্যক্ষেত্রে সাহায্য, ঐকাস্তিক স্নেহ ও সহানুভূতি এবং বহুবৎসরের অভিজ্ঞতা সেই কার্য্যের প্রধান সহায়ক হইয়াছে। র্তাহার নিকট আমার কৃতজ্ঞতা ভাষার বিষয়ীভূত হইতে পারে না ; আমি তাহাকে প্রণাম করিয়া পুস্তক প্রকাশিত করিতেছি। ঐতিহাসিক বিবরণী দিতে গিয়া আমি ইতস্ততঃ বিক্ষিপ্ত অসম্বন্ধ প্রবা-মালা কেই ইতিহাস বলিয়া ব্যাখ্যাত করি নাই। সর্বত্রই কালপৰ্য্যায় ও মঞ্জ বঙ্গেতিহাসের উপরস্বতীক্ষদৃষ্টি রাখিয়াছি। এই উভয়ের সান্ধৱস্ত রাখি যশোধৰ খুলনার ইতিহাসের কথা বলিতে গিয়া, জাগীকে পর্বত্রই ৰজেডিম্বাপেক্ষ টন