পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిe बाशांश्ब्र-भूल्मांज़ इंडिशन । শস্যক্ষেত্রের সীমাবদ্ধত হইতেছে, এবং বন্দুক প্রভৃতির সাহায্যে লোকের সাহসবৃদ্ধির সহিত হিংস্ৰজন্তুর বিনাশে কাঠ যতই অধিক কৰ্ত্তিত হইতেছে, সুন্দরীগাছ ততই নষ্ট হইয়া গিয়াছে। এজন্ত গবৰ্ণমেণ্ট বৰ্ত্তমানে কঠোর শাসন দ্বারা সুন্দরবনের অনেক স্থান রিজার্ভ বা রক্ষিত বনে পরিণত করিয়া, সুন্দরী শিশুকে পূর্ণাবয়ব হইবার অবসর দিতেছেন। কিছুকাল পরে পুনরায় প্রচুর পরিমাণে সুন্দরীগাছ পাইবার আশা আছে। পশুর (Maliaccoe class )—সুন্দরী ব্যতীত অন্ত সমস্ত কাঠের মধ্যে ইহ প্রধান; এমনকি ঘরের খুটিরূপে ইহা সুন্দর অপেক্ষাও ভাল কাজ করে। গাছ বড় হয়, পাতাগুলি একটু প্রশস্ত, কতকটা কাটালের পাতার মত। ইহাতে খুটি ও তক্ত হয়। Af) (Abicennia officinalis)—F# (fG 8 Lifi) fxf3 ইহাকে সুন্দরবনের তৃতীয় বৃক্ষ ধরা যায়। গাছগুলি খুব বড় হয় এবং অনেককাল থাকে। ভীষণ জঙ্গলের মধ্যে পুরাতন বাইন গাছের গুড়ি দেখিলে বিস্মিত হইতে হয়। আমরা ইহার গুড়ির পরিধি ২০২৫ ফুটও দেখিয়াছি। অধিকদিন হইলে গাছের গুড়ি শূন্তগর্ভ হয়। ইহাতে ভাল তক্ত হয়। ধোন্দল ( Gamur ) অথবা গামুর—অনেকটা পশুর গাছের মত। ইহাতে মিষ্ট বা বিলাতী কুমড়ার মত প্রকাও প্রকাও ফল হয়। ফলে কোন কাজ হয় বলিয়া জানি না। পরিপক্ক হইলে ফলগুলি ফাটিয়া যায় ; তখন তাহার ভিতর হইতে তালের অর্ণটির মত কতকগুলি বীজ বাহির হয় এবং তালের গাছের মত অঙ্কুরিত হইয়া উহা হইতে গাছ গজাইয়া থাকে। এ গাছে কাঠ ও তত্তণ হয় । CRESgi (Sonneratia opetala )—প্রায়ই নদী বা খালের তীরে এবং চরভূমিতে জন্মে। গাছ খুব বড় হয়। মুন্দরবনের মধ্যে ইহাই সৰ্ব্বাপেক্ষ দীর্থ ও সর্বাপেক্ষা-সুন্দর গাছ। চরের উপরে প্রায়ই একস্থানে বহুসংখ্যক গাছ সারিবদ্ধ হইয়া নদীর বাকে মধুর শোভা বিস্তার করে। পাতাগুলি জিওলের পাতার মত সরু সরু ; উহা বানর ও হরিণের খাদ্য। কেওড়ার ফল অম্লাস্বাদ । যুক্ত, উহা মানুষেরও আহাৰ্য্যোপকরণরূপে সুন্দরবনে ব্যবহৃত হয় বটে, কিন্তু হরিণের নিকট এই ফল পরম উপাদেয় খাদ্য। কেওড়া তলাতেই হরিণ