পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ-সুন্দরবনের জীবজন্তু । ›ዓ সুন্দরবনে দুই প্রকার হরিণ দেখা যায় ; তন্মধ্যে প্রায় অধিকাংশই ডোর *f;q xi sã5 fool (Axis maculatus, spotted deer) gas gisa gita छूहे Eifai, with ££3 offiq (cervalus aureas, Barking deer or ril) faccd deer) দেখা যায়। ডোরা হরিণের গল, পেট ও লেজের নিম্নে শাদা, উরুর নিম্নভাগ ও কাণের ভিতর শ্বেতাভ। গালটি কালে, মাথার উপর পাটল বর্ণ। ইহাদের নানাপ্রকার আকার দেখা যায়। বড়গুলি ৪৷৫ ফুট দীর্ঘ এবং প্রায় ৩ ফুট উচ্চ হয়। এই বড় চিতা হরিণ শুধু সুন্দরবনে কেন, ভারতবর্ষের সমস্ত জঙ্গলাকীর্ণ স্থানে দেখা যায় ; হিমালয়ের পাদদেশে, মধ্যভারতের জঙ্গলে, নৰ্ম্মদীনদীর উভয় কুলে এবং দক্ষিণ ভারতের ঘাটপৰ্ব্বতশ্রেণীতে এই জাতীয় হরিণ অসংখ্য পরিমাণে দেখা যায়। বঙ্গোপসাগরের পরপারে বা পঞ্জাব প্রদেশে এ হরিণ নাই। অনেকে বলেন, এই হরিণ যে যে স্থানে পাওয়া যায়, সৰ্ব্বত্রই এক জাতীয়, কিন্তু হগস (Hodgson ) প্রভৃতি কেহ কেহ উহাদের মধ্যে ziątązēH FIR 1 fāzifŜt Fallow deer or Dun-deer of Robin hood aề #fā’i হইতে সম্পূর্ণ পৃথকৃ জাতি । কুকুরে হরিণের গায়ে কোন ডোরা নাই। ইহার লাল কুকুরের মত এক রঙ্গ এবং আকারে ডোর হরিণ অপেক্ষ অনেক ছোট, একটি বড় ছাগের ন্যায়। সাহেবের বলেন ভারতবর্ষে যত প্রকার হরিণ আছে তন্মধ্যে ইহার মাংস সৰ্ব্বোৎকৃষ্ট। জনৈক ইংরাজ লেখক (Mr. W. S. Burke) তাহার এক খান footaforo or (Indian Field Shikar Book) & Taxa wins এক জাতীর হরিণের উল্লেখ করিয়াছেন, ঐ হরিণকে Swamp deer বলে। কিন্তু এদেশীয় প্রধান প্রধান শিকারিগণও এরূপ হরিণের অস্তিত্বের সন্ধান পান নাই । সুন্দরবনের হরিণে ছাগের মত গাছের পাতামাত্রই খায়। তবে কেওড়া গাছের ফলও পাতা কিছু অধিক ভালবাসে। এই জন্য জোয়ারের জল সরিয়া যাওয়া মাত্র বখন কেওড়ার তলা জাগিয়া উঠে, তখনই পালে পালে হরিণ সেই কেওড়া তলায় আসে। এই কেওড়াতলে শিকারীদিগের দ্বারা অসংখ্য হরিণ মারা পড়ে। অনেকে “গাছাল’ দিয়া অর্থাৎ কেওড়া গাছে লুকাইয়া থাকিয়া হরিণ শিকার করে। হরিণের মাংস ধৰ্ম্মনিৰ্ব্বিশেষে সৰ্ব্বজাতীয় লোকে শ্রদ্ধা ও আগ্রহ פיל