পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هلرا| বহুলোকের নিকট হইতে সাহায্য গ্রহণের প্রয়োজন হয়। যশোহর-খুলনার ইতিহাসের জন্য আমি যে কতজনের নিকট সাহায্য পাইয়াছি এবং কতজনের নিকট আমি যে অল্পবিস্তর ঋণী তাহ বলিবার নছে। সকলের ঋণ উপযুক্ত ভাবে এখানে স্বীকার করিবার স্থান নাই। আশা করি তজ্জন্য কেহ ক্ষুব্ধ না হইয়া আমাকে ক্ষমা করিবেন। আমি সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। তন্মধ্যে কয়েকজন মহাত্মার নিকট আমি অপরিমিত ভাবে ঋণী। ভারতীয় প্রত্নতত্ত্বের একমাত্র আশ্রয়স্থলস্বরূপ মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহোদয়ের নিকট আমি সময়ে সময়ে উপদেশ পাইয়াছি ; রামচন্দ্র থানের পুত্র ভুবনানন্দের সংবাদ আমি তাহারই নিকট জানিতে পারি। সাহিত্যরথী সুহৃদ্ধর শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন ও বিশ্বকোষ সম্পাদক প্রাচ্যবিদ্যামহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বসু উপদেশ ও পুস্তকাদির সাহায্য দ্বারা আমাকে চিরকৃতজ্ঞতা-পাশে আবদ্ধ করিয়া রাখিয়াছেন। প্রত্নতত্ত্ববিশারদ শ্ৰীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় এম, এ এবং আর্য্যবৰ্ত্ত-সম্পাদক ও বহু গ্রন্থ লেখক শ্ৰীযুক্ত হেমেন্ত্রপ্রসাদ ঘোষ বি, এ—এই দুই জনের নিকট হইতে আমি যে কত ভাবে উপকৃত ও উৎসাহিত হইয়াছি, তাহা বলিবার নহে। ইহারা উভয়েই যশোহরের অধিবাসী এবং যশোহরবাসীর গৌরবস্থল। আমি ইহাদের ঋণ হইতে যুক্ত হইতে চাহি না। মহারাজ বসন্তরায়ের বংশধর স্থলেখক রাজা যতীন্দ্রমোহন রায়, বনগ্রাম স্কুলের হেড মাষ্টার সুপণ্ডিত শ্ৰীযুক্ত চারুচন্দ্র মুখোপাধ্যায় বি, এ এবং ৮যশোরেশ্বরীর সেবক কৃতবিদ্য শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায়— ইহারা তিন জনে আমাকে কনিষ্ঠ ভ্রাতার মত স্নেহ করিয়া অকৃত্রিমভাবে তথ্যসংগ্রহে সাহায্য করিয়া চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিয়া রাখিয়াছেন। অমৃতবাজার পত্রিকার ত্রযুক্ত পীযুষকান্তি ঘোষ, মুহম্বর শ্ৰীযুক্ত শৈলেশনাখ মুখোপাধ্যায় বি, এ, শ্ৰীযুক্ত যদুনাথ চক্রবর্তী বি, এল, শ্ৰীযুক্ত জ্ঞানেন্ত্রনাথ দত্ত চৌধুরী বি, এল, মবিয়ার বিখ্যাত রাজবংশীয় শ্ৰীযুক্ত বাৰু হেমচন্দ্র রায় চৌধুরী, জয়দিয়া নিবাসী শ্ৰীযুক্ত রাজমোহন মুখোপাধ্যায়, ঐযুক্ত চারুচন্দ্র দত্ত ওভারসিয়ার তালা নিবাসী ঐযুক্ত রাজকুমার বন্থ, ৰীেভোগ নিবাস্ত্রী শ্ৰীযুক্ত উপেন্দ্রনাথ বস্তু, সেখহাট নিবাসী জীযুক্ত অবিনাশচন্দ্র চট্টোপা প্রভৃতি বন্ধুবর্গের নিকট হইতে আমি যে সকল্প সাহায্য পাইছি, গুজৰু