পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ - যশোহর-খুলনার ইতিহাস

  • দোয়ানী খাল — যে খালে দুই দিক্ হইতে জোয়ার ভাটি সরে, তাহাকে দোয়ানী খাল কহে।
  • ধেড়ে — শীর্ষ বা শীষ, যেমন গোলের ধে’ড়ো।
  • (নদীর ) বাক — দিক্ পরিবর্তন করিয়া এক মুখে নদী যতদূর যায়।
  • নল ছেয়া — কোণাকোণি নদী পার হওয়া।
  • নাও, ন, লাও, লা — নৌকা।
  • না’য়ে বা লা'য়ে — নাবিক, নৌকার মাঝি।
  • নেমক — লবণ।
  • পড়া — মরা, যেমন অমুক বনে মানুষ পড়িয়াছে, অর্থাৎ বাঘে মানুষ মারিয়াছে।
  • পাড়ি — উত্তরণ, পার হওয়া।
  • পাতারি — নদীর জল হইতে প্লাবন নিবারণ জন্য নদীর তীর দিয়া ছোট বাঁধ। এইরূপে বড় উচ্চ বাঁধকে ভেড়ী বলে।
  • পাশখালি — “দোখালা” দেখ।
  • পিঠেম বাতাস — পৃষ্ঠদিক্ হইতে প্রবাহিত অনুকূল বায়ু।
  • পীর — দেবতা।
  • ফুলি — আলোক।
  • বড় মিঞা — বাঘ।
  • বড় হরিণ — বাঘ।
  • বনবিবি – বনদেবতা [“বনবিবির জহুর নামা” নামক মুসলমানী কেতবে ইহার বর্ণনা আছে]
  • বাওন — বাহন, নদীবাহনে শিকার।
  • বাওয়ালী — বনওয়ালী, বনভ্রমণকারী মন্ত্রবিৎ ফকির।
  • বাগ — নৌকার মধ্যে তলায় যে ছোট ছোট কাঠ এড়োভাবে লাগান হয়।
  • বাদা — জঙ্গল।
  • বাটাল — গাছাল। “গাছাল” শব্দ দেখ।
  • বালিয়াৎ — যে অনুচর অগ্রবর্তী হইয়া শিকার দেখাইয়া দেয়।
  • বা’লেট — বাঘ।
  • বৈকিরী — বানর।
  • বৈঠা, বৈঠক — কাষ্ঠ নিৰ্ম্মিত যে পাতলা দাঁড় না বাঁধিয়া হাতে তুলিয়া বাহিতে হয়।
  • বালাম — এক প্রকার নৌকা; এবং ঐ নৌকায় করিয়া যে সরু সিদ্ধ চাউল পূৰ্ব্বদেশ হইতে অন্যত্র রপ্তানি হইত।
  • ভাটিয়াল — দক্ষিণ দেশীয়, যেমন ভাটিয়াল চাউল, ভাটিয়াল সুর।
  • ভাটি বাঙ্গালী — বাঙ্গালার দক্ষিণাংশ।
  • ভাটাে — নিম্ন বা দক্ষিণ দিগ্‌বর্ত্তী। যেমন অমুক স্থান অমুক সাথে ভাটো, অর্থাৎ প্রথম স্থানে যাইতে হইলে দ্বিতীয়