পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ—উপবঙ্গে দ্বীপমালা। ծՀԳ প্রথমতঃ চর জাগে, নানাস্থানে একটু একটু ভূমি উচ্চ হইয়া উঠে, মনে হয় যেন সেগুলি পৃথকৃ পৃথক্ দ্বীপ। কিন্তু জলের নিম্নে সমস্ত ভূমিভাগই উন্নত হয়, উপরে তাহারা পৃথক্ বলিয়া মনে হয়। এইরূপে স্থানে স্থানে দ্বীপ জাগিলে, ভিতরে ভিতরে জল থাকে, তাহাই অসংখ্য নদীরূপে প্রতিভাত হয়। সম্ভবতঃ মহাভারতীয় যুগে কৌশিকী নদীর সঙ্গমস্থলের সন্নিকটে পূৰ্ব্বে ও দক্ষিণে বহুদূর পৰ্য্যন্ত চরভূমি একেবারে জাগিয়াছিল এবং উহাদের মধ্যে মধ্যে শত শত নদী প্রবাহিত হইতেছিল। কারণ মহাভারতে দেখিতে পাই, যুধিষ্ঠির তীর্থোপলক্ষে ভ্রাতৃগণ সমভিব্যাহারে প্রথমতঃ নৰ্ম্মদ ও কৌশিকীসঙ্গমে স্নান তৰ্পণাদি করেন। তখন কৌশিকী হইতে সমুদ্র অধিক দূরে ছিল না। পরে তিনি গঙ্গাসাগরসঙ্গমে উপস্থিত হন ; তথায় পঞ্চশত নদীর মধ্যে অবগাহন করিয়া সমুদ্রতীর দিয়া কলিঙ্গদেশে চলিয়া যান। কলেণ-প্রণীত “রাজতরঙ্গিশী’র বর্ণনায় সমুদ্র যে প্রাচীন রাজধানী পুণ্ডবৰ্দ্ধন হইতে অধিক দূরে ছিল না, তাহ প্রতিপন্ন হয়। শ্ৰীহৰ্ষ যখন আদিশূরের রাজধানীতে উপনীত হন, তখন তিনি উহার সন্নিকটেই সমুদ্র দর্শন করেন।+ গঙ্গা আৰ্য্যাবর্তে অবতরণ করিয়া সপ্তধারে প্রবাহিত হন। হলদিনী, পাবনী ও নলিনী নামক তিন স্রোত পূৰ্ব্বদিকে এবং স্বচক্ষু, সীতা ও সিন্ধু নামক তিনস্রোত পশ্চিমদিকে প্রবাহিত হয় ; ; মধ্যভাগে ছিল ভাগীরথী বা গঙ্গার মূল স্রোত।

  • তত: প্রযাতঃ কৌশিক্যাঃ পাণ্ডবে জনমেজয় !

আনুপূৰ্ব্বেণ সৰ্ব্বণি জগামায়তনাস্তথ। স সাগরং সমাসাদ্য গঙ্গায়াঃ সঙ্গমে নৃপ । নদীশতানাং পঞ্চানাং মধ্যে চক্রে সমাপ্লবম্ ॥ ততঃ সমুদ্রতীরেণ জগাম বম্বধাধিপঃ। ভ্রাতৃভিঃ সহিতো বীর: কলিঙ্গা প্রতি ভারত। মহাভারত, বনপৰ্ব্ব ১৯৩১–৩ + বান্ধব ষষ্ঠখণ্ড ৫ম সংখ্যা, বিক্রমপুরের ইতিহাস ও পৃঃ। ま श्लांशिनी गांशनौ tरुब नलिनौ क छरेक्षर क लिथ: aाहौर त्रिः अश्रुर्मछ निबखणtः ७छः । शत्रूरैक्रव जौठ क भिडूोकब बहनिौ তিলশ্চৈত শিং জগ্নঃ প্রতীটাং তু শিং গুপ্তাঃ। . नरद्वर्डी कोइश्रां९ छांनांश् छगैौग्नर्थब्रशं६ छनी ॥ ब्राँशांङ्ग१, ब्रांशक७, १७नं अश्वांद्र ।