পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচীপত্র। প্রথম অংশ-প্রাকৃতিক। প্রথম পরিচ্ছেদ—উপক্রমণিকা। যুক্ত জেলা, সীম, অবস্থান, পরিমাণ, লোক সংখ্যা, আয়, উপবিভাগ; নামের উৎপত্তি ; যশোহর; খুলনা ১—৮ দ্বিতীয় পরিচ্ছেদ -বাহ্যিক প্রকৃতি ও বিভাগ। গঙ্গার বিশেষত্ব, পলিমাটা, ব’দীপ; যশোহর-খুলনার প্রাকৃতিক বিভাগ, প্রকৃতি, নদীমাতৃক দেশ, খনিত খাল ; নদ-নদীর কার্য্য - - - ... 3-38 তৃতীয় পরিচ্ছেদ-নদী-সংস্থান । গৌরী বা গড়ই, মধুমতী, মাথাভাঙ্গা, কুমার, নবগঙ্গা, চিত্র, ব্যাঙ, ফটকী, কালীগঙ্গা, ভৈরব, পশর, রূপস, দড়টানা ; কপোতাক্ষ, বেতন, হরিহর, ভদ্র; খোলপেটুয়া, আড় পাঙ্গাসিয়া, শিবসা, মার্জাল, ঢাকি, মেনস, কয়রা; ইচ্ছামতী, যমুনা, কদমতলী, মালঞ্চ ; সাহেবখালি, কাকশিয়ালী, কালিন্দী ... ১৫—২৪ চতুর্থ পরিচ্ছেদ—ব’দ্বীপের প্রকৃতি। বিল, বাওড়, গোগ, বিল, ডহর, দিয়াড়, খাল। যমুনা ও ভৈরবের সংস্কার। উহার উপকার ও গবর্ণমেণ্টের লাভ --- * * * لانتخصصيد 6 جة পঞ্চম পরিচ্ছেদ-অন্যান্য প্রাকৃতিক বিশেষত্ব। মৃত্তিক, গৃহ, বায়ু, জল, জীবজন্তু, বৃক্ষলতা, তরকারী, চাউল, ডাইল, মসল্যা ৩২–৪০ ষষ্ঠ পরিচ্ছেদ-সুন্দরবন। অবস্থান, পরিমাণ নামের উৎপত্তি; প্রাচীনত্ব, প্রাকৃতিক 6मोन्ताश्] ; বাদ ; আবাদ ... 83-89 সপ্তম পরিচ্ছেদ –সুন্দরবনের উত্থান ও পতন। জঙ্গলের প্রয়োজনীয়ত, স্বাভাবিক কারণে উত্থানও পতন; বিপ্লব,ঝটিকা,খুলনার ও শিয়ালদহের পুকুর ; অবনমনের প্রমাণ ; অতলস্পর্শ, বরিশাল “গান” ; ঝটিকাবর্ত, জলপ্লাবন, জলস্তম্ভ, ভূমিকম্প; মগ ও ফিরিঙ্গিদিগের অত্যাচার ৪৭-৬১