পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>82 যশোহর-খুলনার ইতিহাস । ললাটাগ্নির অর্থ ভূমিকম্প বলিয়াই বোধ হয়। * বাকুলার অধিপতি মহারাজ দনুজমর্দন দেব এইস্থানে রাজ্য সংস্থাপনের পূৰ্ব্বে চন্দ্রদ্বীপ অনেক বার উঠিয়াছে পড়িয়াছে । কেহ কেহ অনুমান করিয়াছেন যে এবম্বিধ চন্দ্রকলাবৎ হ্ৰাস বৃদ্ধিই চন্দ্রদ্বীপ নামের উৎপত্তির কারণ। চন্দ্রদ্বীপের পশ্চিম ও বৃদ্ধদ্বীপের দক্ষিণে মধুদ্বীপ বা মধুদিয়া। ইহাও ক্রমে দক্ষিণদিকে বৃদ্ধি পাইতেছিল। এই জন্ত ইহার নবোখিত দক্ষিণাংশকে পার মধুদিয়া বলে। মধুদ্বীপের পশ্চিম গাত্রে রঙ্গদ্বীপ বা রাঙ্গদিয়া। ইহাও ভৈরব হইতে উত্থিত একটি বিখ্যাত দ্বীপ। খুলনা জেলার বাগের হাট সবডিভিসনে এখনও মধুদিয়া ও রাঙ্গদিয়া বিস্তৃত পরগণা বিদ্যমান রহিয়াছে। রাঙ্গদিয়ার পশ্চিম পাশ্বে বৃদ্ধদ্বীপের দক্ষিণে বাহিরদিয়া বা বহিদ্বীপ একটি অতি প্রকাণ্ড গণ্ডগ্রাম। বাগেরহাটের কাছে কালদিয়া, জয়দিয়া প্রভৃতিও পূৰ্ব্বাবস্থার ইঙ্গিত করে। এইরূপে মধুমতীর কূলে কোড়কদি ও মাণিকদহ, কপোতাক্ষকূলে আগর দাড়ী (অগ্রদণ্ডী), সাগর দাড়ী (সাগর দণ্ডী), ধানদিয়া ( ধনদ্বীপ) এবং সুন্দর বনের মধ্যে গিয়া অসংখ্য মাদিয়া বা মধ্যবৰ্ত্তী দ্বীপ, সমস্ত উপদ্বীপ যে অসংখ্য দ্বীপের সমষ্টি তাহারই সমর্থন করে। এই বিস্তৃত আলোচনা হইতে বুঝা যাইতে পারে যে সমগ্ৰ উপবঙ্গের মত যশোহর ও খুলনা প্রথমতঃ কতকগুলি দ্বীপের সমষ্টিমাত্র ছিল।

  • বাঙ্গালার পুরাবৃত্ত, প্রথমভাগ, ১২ পৃষ্ঠ । t চন্দ্রদ্বীপস্য সীমায়াং রত্নাকরে বিরাঞ্জতে ।

চন্দ্রবৎ ক্ষীয়তে অদ্য চন্দ্রবন্ধৰ্দ্ধতে বপুঃ ॥ তস্য তদ্‌গুণযোগেন চন্দ্রদ্বীপ ইতি স্মৃত: " এডুমিত্রের বারিক।