পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yste যশোহর-খুলনার ইতিহাস । দিগ্বিজয়ে বর্ণিত হইয়াছে যে, বঙ্গবাসিগণ নৌবাহিনী সাজাইয়া মহাবীর রঘুর সহিত যুদ্ধ করিয়াছিল। রঘু তাহাদিগকে পরাজিত করিয়া গঙ্গাস্রোতের মধ্যৰৰ্ত্তী দ্বীপে জয়স্তম্ভাবলী প্রতিষ্ঠা করিয়াছিলেন।ঞ্জ উপবঙ্গে যে তখন সভ্যতার উন্মেষ হইয়াছিল এবং দেশের প্রকৃতি অনুসারে তদেশবাসিগণ যে নৌবল সঞ্চয় করিয়া দিগ্বিজয়ী বীরের সহিত যুদ্ধ করিতে সাহসী হইয়াছিলেন, ইহা হইতে তাহার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। রামায়ণ হইতে জানা যায়, স্বৰ্য্যবংশীয় সগর রাজার ষষ্টিসহস্ৰ পুত্র মহর্ষি কপিলের শাপে ভস্মীভূত হন। ভগীরথ এই সগররাজের অধস্তন বংশধর } তিনি সাধন বলে গঙ্গাকে ভূতলে আনিয়া তাহার পবিত্র জলস্পর্শে শাপদগ্ধ পূৰ্ব্ব পুরুষগণের উদ্ধার সাধন করেন। যেখানে সগরের পুত্ৰগণ ভস্মীভূত ও পরে উদ্ধার প্রাপ্ত হন, সেই স্থানেই কপিলাশ্রম ছিল এবং তাঁহারই নাম সগরদ্বীপ। সগরের পুত্ৰগণ কর্তৃক খাত বলিয়া সমুদ্রের অন্ত নাম সাগর। গঙ্গার সহিত সাগরের সঙ্গমেই সগরদ্বীপ অবস্থিত। কবিকঙ্কণ চণ্ডী হইতে জানিতে পারি, শ্ৰীমন্ত সওদাগর সপ্তডিঙ্গ লইয়া যাইতে যাইতে, ক্রমে কালীঘাট, বারাশত, ছত্রভোগ পার হইয়া হাতিয়াগড়ে অম্বুলিঙ্গ শিব ও সঙ্কেত মাধবের পূজা করিয়া অবশেষে এই সগরদ্বীপে উপনীত হন। “যেখানে সগর বংশ, ব্ৰহ্মশাপে হইল ধ্বংস অঙ্গার আছিল অবশেষ ; পরশি গঙ্গার জলে, বিমানে বৈকুণ্ঠে চলে হৈয়া সব চতুভুজ বেশ । মুক্তিপদ এই স্থান, এইখানে করি স্নান চল ভাই সিংহল নগর ; তর্পণ করিয়া জলে, ডিঙ্গা ল’য়ে সাধু চলে, গাইল মুকুন্দ কবিবর” :

  • “বঙ্গানু উৎখায় তরস নেতা নেীসাধনোদ্যতান

মিচথান জয়ন্তভানু গঙ্গাস্রোতে হস্তরেয়ুসঃ ॥ রঘুবংশ, ৪র্থ সৰ্গ, ৩৬ গ্লোক। t সগরের পুত্ৰ অসমঞ্জ, তৎপুত্র অংশুমান, তৎপুত্র দিলীপ এবং দিলীপের পুত্ৰই জীয়ৰঃ t करिककन छद्री, वैष:खम निश्ण बाज, «नांशशाम गश्फ्द्रन २०• १ः।