পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি হিন্দুযুগ। ՖՆԳ পরে পাঠান আমলের প্রাক্কালে এ অঞ্চলে যে বিপ্লব হয়, তাহতে এ প্রদেশ বসিয়া গিয়া ভীষণ জঙ্গলাবৃত হইয় পড়ে। পাঠান আমলের মধ্যভাগে পুনরায় এ দেশ আবাদ হইয়া লোকের বসতি হয়। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে যখন থা জাহানালি বাগের হাটে এক শাসন কেন্দ্র খুলিয়াছিলেন, তাহার কিছু পূৰ্ব্ব হইতে বর্তমান খুলনার পূর্ব হইতে ভৈরব-কুল দিয়া বসতি স্থাপিত হইয়৷ ক্রমশঃ পূৰ্ব্বমুখে অগ্রসর হইতেছিল। এই অংশে ভৈরবের কূলবর্তী গ্রাম সমূহের আদিম অধিবাসীদিগের বংশ-বিবরণ হইতে এই একই কথা সপ্রমাণ হয় ; যথাস্থানে আমরা তাহার আলোচনা করিব। এই সকল আদিম “বাসিন্দা”দিগের সময়ে পাণিঘাটে দেবীমূৰ্ত্তি পুনঃ প্রতিষ্ঠা হয় বলিয়া বিশ্বাস। পূৰ্ব্বকাল হইতে দেবীমূৰ্ত্তি এই স্থানেই জঙ্গলের মধ্যে নদীর কূলে বা গর্ভে ছিল। এক সন্ন্যাসী আসিয়া সে মূৰ্ত্তি আবিষ্কার করেন। পুরোহিতগণের বিবরণেও তাঁহাই আছে ; সন্ন্যাসী জঙ্গলের মধ্যে এক পশুর বৃক্ষের তলে বসিয়া ছিলেন, তিনি রাজীবকে নদীতে নামিয়া দেবীমূৰ্ত্তি উঠাইবার স্থান নির্দেশ করিয়া দেন। সন্ন্যাসী জটাজাল চিরিয়া দেবীমূৰ্ত্তি বাহির করিলেন, একথা বিশেষ বিশ্বাসযোগ্য বলিয়া বোধ হয় না। প্রায় ৬/৭ ইঞ্চি দীর্ঘ ও ৫ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট প্রস্তরময়ী ভারী দেবীমূৰ্ত্তি জটাজালের মধ্যে লুকাইয়া রাখা যায়, এবং জটাজাল চিরিয়া তথা হইতে বহুদিনের স্থাপিত মূৰ্ত্তি বাহির করিতে হয়, ইহা সম্ভবপর বলিয়৷ মনে হয় না। পুথিতে আছে শুধু এমুৰ্ত্তি নহে, সন্ন্যাসী আরও অনেক মূৰ্ত্তি দিয়া যান। দ্বাদশ গোপাল, বাসুদেব, শু্যামরায়, কালাচাঁদ ঠাকুর, লক্ষ্মী নারায়ণ প্রভৃতি প্রস্তরনিৰ্ম্মিত বিগ্রহগুলিও ব্রহ্মাগুগিরি সন্ন্যাসী রাজচন্দ্রকে দেন। * হয়ত জঙ্গলের মধ্যে কোন প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ নদীর জল পৰ্য্যন্ত ছিল, . উহার মধ্যে সন্ন্যাসী এই সকল মূৰ্ত্তি প্রাপ্ত হইয়াছিলেন। ভৈরবের গর্ভ খাতে নানাস্থানে এরূপ মূৰ্ত্তি পাওয়া গিয়াছে। পাণিঘাটের নিকটবৰ্ত্তী লাউপালা গ্রামের পার্শ্বস্থ মরা ভৈরবের প্রাচীন থাতে জালিয়াদিগের জালে একটি চতুভুজ

  • স্বাদশ গোপাল, বাসুদেব, তামরায়

কালাচাঁদ ঠাকুর গুরু রাষ্ট্রচন্দ্রে দেয়। লক্ষ্মী নারায়ণ রায়ে করিল প্রদান সে সব বিগ্রহগুলি প্রস্তর নির্মাণ । বামুকী কুলগাধ ও পৃঃ