পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏbo যশোহর-খুলনার ইতিহাস । শ্রমণ ছিলেন । শতাধিক দেবমন্দির ছিল এবং নানা মতাবলম্বী লোক যেখানে সেখানে মিলিয়া মিশিয়া বাস করিত। এদেশে দিগম্বর নিগ্রন্থ জৈনদিগের সংখ্যাও যথেষ্ট। রাজধানীর সন্নিকটে একটি অশোকস্তুপ ছিল; এই স্থানে বুদ্ধদেব স্বয়ং ৭ দিন পর্যন্ত দেবমানব সকাশে স্বীয় ধৰ্ম্মমত প্রকাশ করিয়াছিলেন। ইহা ব্যতীত চারিজন বুদ্ধের কৰ্ম্মক্ষেত্র ও আশ্রমের চিহ্নও বর্তমান ছিল। রাজধানীর সন্নিকটে একটি বৌদ্ধমঠে বুদ্ধদেবের আট ফুট উচ্চ একটি গাঢ় নীলবর্ণ সুন্দর মূৰ্ত্তি ছিল । ইহাতে বুদ্ধমূৰ্ত্তির যাবতীয় বিশিষ্ট চিহ্ন প্রকটত ছিল এবং মূৰ্ত্তি হইতে বিস্ময়করী শক্তি বিকীর্ণ হইত। পৰ্য্যটক অবশেষে ক্রমান্বয়ে সমতটের সন্নিকটবৰ্ত্ত ৬টি দেশের নামোল্লেখ করিয়াছিলেন । তিনি এ সকল দেশ স্বয়ং পরিদর্শন করেন নাই ; তিনি উহাদের সম্বন্ধীয় বিবরণ সমতটের রাজধানীতে সংগ্ৰহ করিয়াছিলেন।” * ইউয়ান চোয়াং সমতট সম্বন্ধে আরও লিখিয়া গিয়াছেন যে এই স্থানের ভূমি উর্বর, লোক সকল ক্ষুদ্রাকৃতি, কৃষ্ণকায় এবং তীক্ষবুদ্ধি। চৈনিক সাধু এদেশে বহু পণ্ডিতের সমাবেশ দেখিয়া সাতিশয় বিস্মিত হইয়াছিলেন । } সমতট যে গাঙ্গেয় উপদ্বীপ তাহাতে সন্দেহ নাই। তবে চীনপৰ্য্যটকের বিবরণ হইতে ইহার রাজধানীর অবস্থান নির্দেশ করা কঠিন। ইউয়ান চোয়াং যে দূরত্ব নিৰ্দ্ধারিত করিয়া দিয়াছেন, তাহা হইতে বুঝা যাইতেছে যে সমতটের রাজধানী গাঙ্গেয় উপদ্বীপের মধ্যস্থলে অবস্থিত ; উহ। তাম্রলিপ্তি হইতে ৯০০ লী পূৰ্ব্বে। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে পৰ্যটক কামরূপ হইতে ১২১৩ শত লী দক্ষিণে আসিয়া সমতট রাজ্যে পড়েন । ৬ লী এক মাইলের সমান ধরিয়া লওয়া হইয়া থাকে। এই হিসাবে দূরত্ব মাপিয়া নানাজনে এই রাজধানী নানাস্থানে স্থাপিত করিয়াছেন। ফাগুসন বলেন সমতটের রাজধানী সোণার গাও বা সুবর্ণগ্রামে ছিল ; ওয়াটাস (Watters ) সাহেব বহু গবেষণা করিয়া বলিতেছেন যে ইহা ফরিদপুর জেলার দক্ষিণাংশে অবস্থিত, কোথায় তাহ দূরে ക്ഷ--ബ

  • Thomas Watters on Yuan Chwang, Vol. II., p. 187.

+ Beal's Buddhist Records pp. 119—200, Julien's Hiouen Thsang iii, 8i. 褒