পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাৎস্ত-স্যায় । brసి এই জয়ন্তই আদিশূর কিনা, তদ্বিষয়ে নানা মতভেদ আছে। “বঙ্গের ,াতীয় ইতিহাস”প্রণেতা শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় প্রমাণ করিয়াছেন যে, জয়ন্তই পঞ্চ গৌড়েশ্বর হইয়া আদিশূর উপাধি ধারণ করেন। অনেকে এই মতের পোষকতা করিয়াছেন। যতদিন বিপক্ষে কোনও প্রকৃষ্ট প্রমাণ না পাওয়া যায়, ততদিন এই মতই সমীচীন বলিয়া মনে করি। সম্ভবতঃ আদিশূর পরে বিক্রমপুরের অন্তর্গত রামপালে রাজধানী স্থাপন করেন ; এবং সেখানেই যজ্ঞানুষ্ঠান করিয়া কান্তকুজ হইতে পঞ্চ ব্রাহ্মণ ও পঞ্চ কায়স্থ আনয়ন করেন। তাছার জামাতা জয়াপীড়ের সাহায্যেই এ ব্যবস্থা হইয়াছিল। জয়ন্ত পঞ্চগৌড়েশ্বর ছিলেন নামে মাত্র। এই সময়ে গৌড়রাজ্যের উপর গুর্জর, রাষ্ট্রকূট প্রভৃতি নানাদিক্ হইতে আক্রমণ হইতেছিল। এবম্বিধ বহিঃশত্রুর আক্রমণ জন্ত গৌড়রাজ্যে তখন মাৎস্ত-স্তায় বা অরাজকতা উপস্থিত হইয়াছিল। তখন জনসাধারণ দৈশিক শান্তির জন্য পালবংশীয় গোপালকে পাটলপুত্রে রাজা করিয়া প্রজাশক্তির প্রাধান্ত স্থাপন করিয়াছিল। } পাল ও শুর বংশীয়ের একই সময়ে বিভিন্ন স্থানে রাজত্ব করিতেছিলেন। গোপাল সমুদ্র পর্য্যন্ত রাজ্য বিস্তার করিয়াছিলেন। $ সমতটও তাহার রাজ্যান্তর্গত হইয়াছিল। গোপালের পৌত্র দেবপাল সৰ্ব্বাপেক্ষা প্রতাপশালী ছিলেন। তাহার মুঙ্গের লিপি হইতে জানা যায় যে তিনি উত্তর দক্ষিণে হিমালয় হইতে সেতুবন্ধ এবং পূৰ্ব্বপশ্চিমে সিন্ধু হইতে সিন্ধু পর্যন্ত সমগ্র ভারত নিসপত্নভাবে উপভোগ করিয়াছিলেন। র্তাহার সময়ে শূরবংশীয়েরা বঙ্গ হইতে দক্ষিণ রাঢ়ে বিতাড়িত হন। দেবপাল সুশাসক ছিলেন, সম্ভতঃ র্তাহার শাসনের সুফল যশোর রাজ্যে পৌঁছিয়াছিল। কিন্তু এই খানেই তাহার শেষ। ইহার পরে রাজার শাসন কি, যশোর খুলনা অঞ্চল তাহা বহুকাল জানে নাই।

  • cशोफ़्ब्रांज भाला sv- ** श्रृंः । ? दप्त्रग्न छां ?ौग्न इंठिशंग, उाक्रनकां७, २म थ७ ১•৩—৪পু সাহিত্য, ১২শ ভাগ, ৭২৩ খৃঃ, বাঙ্গালার পুরাবৃত্ত, ১৯২ পূঃ Archaeological Survey Report, vol. XV p. 163. &

‘মৎস্তষ্কারমূপোহিতং প্রকৃডিভিলক্ষ্যা: করং গ্রাহিতঃ।” ধৰ্ম্মপালদেবের খালিমপুরের তাম্রশাসন, গোঁড় লেখমাল, ১২ পৃঃ। & "বিজিত্য যেন জলাধৰ্ব্বসন্ধরাংশ tश्वगान orवत्र भूत्रग्न णिगि, cऔक्लगक्ञान, yन उषक, s• १ः