পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ab" যশোহর-খুলনার ইতিহাস । কল্পে কোন দলিল বর্তমান পূজারিদিগের নিকট নাই। যদি পূৰ্ব্বে কোন দলিল থাকিয়া থাকে, তাহ গৃহদাহে নষ্ট হইয়া গিয়াছে। তৎকাল প্রচলিত সনন্দ, তাম্রনিৰ্ম্মিত “পাঞ্জা” এই পরগণ জরিপকালে ব্রহ্মোত্তরের প্রমাণ জন্য আদালতে দাখিল করা হইয়াছিল, আর আনয়ন করা হয় নাই। এই প্রতিমা বা ঠাকুর উঠিয়াছিল বলিয়া খাজাহানের খনিত সেই জলাশয়ের নাম হইয়াছিল ঠাকুর দীঘি। আমরাই প্রথম এই মূৰ্ত্তির প্রতিকৃতি ও বিবরণ প্রকাশ করি । বাবু গেীরদাস বশাক লিখিত বাগের হাটের বিবরণে বা ওয়েষ্টল্যাণ্ড কৃত যশোহরের ইতিহাসে এ মূৰ্ত্তির উল্লেখ নাই। সাণ্ডার সাহেব তাহার ষাট গুম্বজ সম্বন্ধীয় পুস্তিকায় লিথিয়াছেন, “শুনিয়াছি শিববাড়ীতে এই মূৰ্ত্তি আছে।” “খুলনা গেজেটিয়ার” প্রণেতা বিখ্যাত ওমালী সাহেব সহোদর তাহার পুস্তকে লিথিয়াছেন “যে শিবমূৰ্ত্তিটি শিববাড়ী গ্রামে আছে।” যাহারা বাগের হাটের কীৰ্ত্তিকলাপের প্রামাণিক বিবরণী প্রকাশ করিতে অগ্রসর হন, তাহারা কিরূপে অদূরবর্তী শিববাড়ী গ্রামের মুক্তিটি পরিদর্শন না করিয়া থাকিতে পারেন, তাহ বিস্ময়কর বটে। এই জন্তই দুঃখের সহিত বলিতে হয়, আজকাল ঐতিহাসিকেরা চক্ষু অপেক্ষা কর্ণের উপর অধিক আস্থা স্থাপন করেন। শিববাড়ীর এই বুদ্ধ প্রতিমার যথেষ্ঠ বিশেষত্ব আছে । ইহা খুলনার সময়ে গৌড়ের বাদশাহের জনৈক কৰ্ম্মচারী এখানে আসিয়া প্রত্যক্ষ শিবের চড়কপূজায় অত্যভুত ব্যাপারাদি দর্শন করিয়া বাদশাহের পাঞ্জায় ৩৬০ বিঘ ভূমি নিষ্কর দেন। এ কথা মসম্ভব নহে, কারণ খাজাহানেয়মৃত্যুর কিছুকাল পরে হোসেন সাহ গৌড়ের বাদশাহ ছিলেন ; fঙনি হিন্দুদিগের প্রত অত্যন্ত পক্ষপাতী ছিলেন। বাগেরহাটের সহিত র্তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। তাহার পুত্র নসরৎ কিছুদিন স্বয়ং বাগেরহাটে ছিলেন। সে সকল বিবরণ আমরা পরে প্রদান করি। সদাশয় হোসেন সাহ বা উহার পুত্র এই নিষ্কর ভূমি দান করিতে পারেন। গত ১৩২ সালের জ্যৈষ্ঠ মাসের আর্য্যাবৰ্ত্তে আমার "শিব বাড়ীর বুদ্ধমূৰ্ত্তি" শীৰ্ষক প্রবন্ধ ও মূৰ্ত্তির চিত্র প্রকাশিত হয়। উক্ত পত্রের লব্ধপ্রতিষ্ঠ সম্পাদক শ্রদ্ধয় বন্ধু শ্ৰীযুক্ত হেমেন্দ্র প্রসাদ ঘোষ মহাশয় জামার অনুরোধ ক্ৰমে শিববাড়ীর মূৰ্ত্তি স্বয়ং দেখিয়া আমার প্রবন্ধের সঙ্গে তাহার নিজ বিবরণী প্রকাশ করেন । আমি যে ফটে ইয়া ব্লক প্রস্তুত করিয়ছিলাম, সেই ফটো হইতে ১৩১৯ সালের পৌষ মাসে বাগেরহাটের “পল্লীচিত্রে” হঠাৎ বিনা বিবরিণীতে একটা ছবি মাত্র প্রকাশিত হয় । পরবর্তী মাসে “গৃহস্থ” পরে উহার একটা অনুকৃতি প্রকাশিত হয়। মীয় প্রবন্ধে গবর্ণমেণ্টের প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করিলছিল। পরম গ্রন্ধেয় খ্ৰীযুক্ত রাখালদাস বন্দোপাধ্যায় মহাশয় বুদ্ধমুৰ্ত্তি দেখিতে বাইবার জঙ্ক আয়োজন করিয়াছিলেন, BBBB BBB BBB BBB BBB DD DD S BBBBS BBB uDBS BBDS