পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

く〉や যশোহর-খুলনার ইতিহাস । অর্থাৎ ভাগীরথীর পূর্ব ভাগে বরেন্দ্রের দক্ষিণে মেঘনা নদীর পশ্চিমে এবং লবণ সমুদ্রের উত্তর ভাগে গুমিলনাম নৃপতি সেনরাজগণের আশ্রয়ে এক করদ রাজ্য লাভ করিয়া স্বধৰ্ম্মনিরত হইয় রাজত্ব করিতেছিলেন। উপবঙ্গের যে সীমার কথা পূৰ্ব্বে কথিত হইয়াছে, ইহার সহিত তাহ সম্পূর্ণ মিলিয়া যাইতেছে। এই বর্ণনা হইতে শুামলবৰ্ম্মাকে বিজয়সেনের পুত্র বলিয়া বোধ হয় না। ক্ষু যাহা হউক, তিনি যাহাই হউস্ এবং সেনরাজের সহিত র্তাহার রাজনৈতিক যে সম্বন্ধই থাকুক, তিনি যে দূরদেশে এক প্রকার স্বাধীন ভাবে রাজত্ব করিতেছিলেন, তাহাতে সন্দেহ নাই । আমাদের আলোচ্য যশোহর-খুলনা এই বৰ্ম্মরাজের অধীন হইয়াছিল। বহুকাল হইতে এ প্রদেশে যে অরাজকতা চলিতেছিল, এই শুামলবৰ্ম্মাই তাহার পরিহার করেন। সে অনৈতিকতার যুগে দেশের উপর দিয়া নানা বিপ্লব চলিয়া গিয়াছিল। শুধু রাজ্যবিপ্লব নয়, ধৰ্ম্মবিপ্লব, সমাজবিপ্লব এবং সৰ্ব্বোপরি সুন্দর বনের প্রাকৃতিক বিপ্লবে দেশকে বিপর্যস্ত করিয়াছিল। এই সময় হইতে পূর্ণ একশত বৎসর কাল পুনরায় দেশে সৰ্ব্ববিধ শান্তি প্রতিষ্ঠিত হইল। রাজ্যে স্বশাসন চলিতে লাগিল, বৌদ্ধধৰ্ম্ম সম্পূর্ণরূপে হিন্দুধৰ্ম্মের নিকট পরাজয় স্বীকার করিল, সমাজ পুনরায় নুতন করিয়া গঠিত হইল, উচ্চমন্দির, নানাবিধ হিন্দু তান্ত্রিকবিগ্রহ, জলাশয় প্রভৃতির উদ্ভব হইতে লাগিল, আর সঙ্গে সঙ্গে বনগ্রাম, জঙ্গল বাধাল ও “বুনিয়ার” দেশ মাথা তুলিয়া জনকোলাহলময় হইতে লাগিল। ইংরাজ রাজত্বের পূৰ্ব্বে বঙ্গদেশে সেনরাজ গণের মত আর কেহ শাসনদণ্ড পরিচালনা করিতে পারেন নাই। শুামলবৰ্ম্ম যখন দক্ষিণ বঙ্গ শাসন করিতেছিলেন, বল্লাল তখন পূৰ্ব্ববঙ্গের শাসনকৰ্ত্ত ছিলেন। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। পালবংশীয় রামপালই এই নগরীর প্রতিষ্ঠাতা। শুাবলবৰ্ম্মার রাজধানীও বিক্রমপুরের সন্নিকটে ছিল। পূৰ্ব্বেই কথিত হইয়াছে বিজয় সেনের জীবদ্দশায় শুামলের মৃত্যু ঘটে। ১১১৯ খৃষ্টাব্দে পিতার মৃত্যু হইলে বল্লালসেন সিংহাসন

  • ঐযুক্ত রাম প্রসাদ চন্দ মহোদয় লিখিয়াছেন ঃ—“দক্ষিণ দিকে, বঙ্গে ও রাঢ়ে, বর্শ্বস্থার কর্তৃক বিজয়সেনের গতি রুদ্ধ হইয়াছিল।” (গৌড়রাজমালা ৬৫ধু: ) । ইহা হইতে দেখ হয় বৰ্গরাজ বিজয় সেনের শত্রু ছিলেন। কিন্তু তাঁহার কোন প্রমাণ প্রদত্ত হয় নাই। বর্গ রাজের ঐতিহাসিক তথ্য মীমাংসিত ন হইলে এবিষয়ে কোন স্বম্পষ্ট স্বত্ত প্রকাশ কয় বার স্বা{ আদিশূরের রাজধানী এই রামপালেছিল বলিয়া যে পূর্বে উল্লেখ করা গিয়াছে (১৮৯পূ:}