পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ যশোহর-খুলনার ইতিহাস। ভৈরব নদের দক্ষিণ পারে প্রতিষ্ঠিত। যশোহর নগরী উত্তর নিরক্ষ ডিগ্রী ২৩° ১. কলা এবং পূৰ্ব্বদ্রাঘিম ডিগ্রী ৮৯৯৩ কলার সন্ধিস্থলে এবং খুলনা সহর উত্তর নিরক্ষ ডিগ্রী ২২°৪৯′ কলা এবং পূৰ্ব্বদ্রাঘিমা ডিগ্রী ৮৯৩৪ কলার সন্ধিতে অবস্থিত রহিয়াছে। পরিমাণ—উভয় জেলার পরিমাণ ফল ৭,৬৯০ বর্গ মাইল। তন্মধ্যে সুন্দরবন ২,৬৮৮ বর্গমাইল অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ। সুন্দরবন সমস্তই খুলনার অন্তভুক্ত। সুন্দরবন বাদ দিলে খুলনার পরিমাণ ২,৪৭৭ বর্গমাইল অর্থাৎ খুলনার নয় আনা অংশ সুন্দরবন এবং সাত আন অংশমাত্র বসতি। যশোহরের পরিমাণ ফল ২,৯২৫ বর্গমাইল অর্থাৎ খুলনার বসতি অংশের প্রায় দেড় গুণ। খুলনা উত্তর দক্ষিণে দীর্ঘ এবং যশোহর পূর্ব-পশ্চিমে দীর্ঘ। যশোহর ত্রিভুজাকৃতি এবং খুলনা মোটামুটি একটি আয়ত ক্ষেত্র। লোকসংখ্যা - গত ১৯১১ খৃষ্টাব্দের আদম শুমারি বা লোকগণনা অনুসারে উভয় জেলার মোট লোকসংখ্যা ৩১,২৫,০৩০ জন ; তন্মধ্যে যশোহরে ১৭,৫৮,২৬৪ এবং খুলনায় ১৩,৬৬,৭৬৬ জন। ১৮৮১ খৃঃ অব্দের পর খুলন। প্রথম পৃথক জেলা হওয়ার সময় হইতে গত ত্রিশ বৎসরে খুলনার জনসংখা ২,৮৬,৮১৮ বাড়িয়াছে এবং ঐ সময় মধ্যে যশোহরে ১,৮১,১১১ জন লোক কমিয়াছে। ভৈরব প্রভৃতি ৯ নদনদী মরিয়া যাওয়া এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাবই ইছার প্রধান কারণ। যশোহরে প্রতি বর্গমাইলে ৬০১ জন লোক বাস করে এবং খুলনায় মুন্দরবন বাদ দিয়া বসতি অংশে ৬৫৮ জন লোক বাস করে। মুন্দরবন সহিত খুলনার হিসাব করিলে, উছার প্রতি বর্গমাইলে মাত্র ২৮৭ জন লোক। আয়---উভয় জেলায় গবর্ণমেণ্টের আয় প্রায় ৩৩ লক্ষ টাকা। তন্মধ্যে যশোহরে প্রায় ১৮ লক্ষ এবং খুলনায় ১৫ লক্ষের কিছু উপর। মুন্দরবন ক্রমশঃ আবাদ হওয়ার জন্য খুলনার আয় বৎসর বৎসর বৃদ্ধি পাইতেছে। যখন প্রথম জেল হইয়াছিল, তখন খুলনার আয় মাত্র ৬ লক্ষ টাকা ছিল। সব ডিভিসন বা উপবিভাগ-শোরে এটি উপবিভাগ –(১) যশোহর সদর, (২) মাগুর, (৩) ঝিনাইদহ, (৪) নড়াইল ও (৫) বনগ্রাম।

  • “Jessore like Nadia is a land of moribund rivers and obstructed drainage and declining population.” Census Report, 1911.