পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । هيا ইহার মধ্যে সদর সব ডিভিসনে যশোহর, মণিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও বাঘেরপাড়া এই ৫টি থানায় মোট ১১০১ খানি গ্রাম ; মাগুরা সব ডিভিসনে মাগুর, সালিখা ও মহম্মদপুর থানায় মোট ৫৮৭ খানি গ্রাম ; ঝিনাইদহে শোলকুপা, কালীগঞ্জ, ঝিনাইদহ ও কোট চাদপুর থানায় ৮৩৪ খানিগ্রাম ; নড়াইলের মধেী কালিয়া, নড়াইল ও লোহাগড়া থানায় ৫৪১ খানি গ্রাম এবং বনগ্রাম উপবিভাগে বনগ্রাম, মহেশপুর, সারস ও গাইঘাট এই চারিটি থানায় ৬৯৫ থানি গ্রাম । যশোহর জেলার মোট গ্রামসংখ্যা ৩৭৫৮ । খুলনা জেলায় তিনটিমাত্র সব ডিভিসন ( ১ ) খুলনা সদর, (২) বাগেরহাট ও সাতক্ষীর। ইহাদের মধ্যে খুলনা সদরে খুলনা, বটিয়াঘাট, ডুমুরিয়া ও পাইকগাছা থানায় মোট ৯২৯ খানি গ্রাম ; বাগেরহাট উপবিভাগে বাগেরহাট, মোল্লাহাট, রামপাল ও মোরেলগঞ্জ থানায় ১০৪৫ খানি গ্রাম এবং সাতক্ষীরার মধ্যে সাতক্ষীরা, আশাশুনি,কলারোয়া, কালীগঞ্জ ও মাগুরাঞ্চ নামক পাচটি থানায় মোট ১৪৬৭ খানি গ্রাম। খুলনার গ্রাম সমষ্টি ৩৪৪১ ; উভয় জেলায় ৮টি উপবিভাগে ৩২টি থানার মোট-—৭১৯৯ খানি গ্রাম । গড়ে ২২৫ খানি গ্রাম লইয়া এক একটি থান, প্রতি গ্রামে ৪৩৩ জন এবং প্রতি থানায় প্রায় লক্ষ লোকের বাস । এই উপবিভাগগুলির মধ্যে যশোহর, খুলনা ও বাগেরহাট সহর ভৈরব নদের উপর ; মাগুরা ও ঝিনাইদহ নবগঙ্গার উপর ; নড়াইল চিত্রানদীর উপর ও বনগ্রাম ইচ্ছামতীর উপর অবস্থিত। সাতক্ষীরা কোন নদীর উপর সংস্থিত নহে । পূৰ্ব্ববঙ্গ গবর্ণমেণ্ট রেলওয়ের সেন্টাল বা মধ্যবিভাগে বনগ্রাম, যশোহর ও খুলনা তিনটি প্রধান ষ্টেশন ; খুলন। হইতে ষ্টীমারে নড়াইল, মাগুরা ও সাতক্ষীরায় যাওয়া যায় ; নূতন যশোহর ঝিনেদহ লাইট রেলওয়ের প্রান্ত ষ্টেশন ঝিনাইদহ। খুলনার অন্তর্গত আলাইপুরে আঠারবাকী ও ভৈরবের সঙ্গম স্থল হইতে বাগেরহাট পৰ্য্যন্ত ১৫১৬ মাইল পথে যাতায়াত অত্যন্ত কষ্টকর হইয়াছে ; জোয়ারের সময় অতি কষ্টে এ পথে নৌকা যায় কিন্তু ভাটার সময় ছাটিয়া যাওয়া ভিন্ন উপায় নাই। খুলনা হইতে বাগেরহাট পৰ্য্যন্ত রেলওয়ে খুলিবার প্রস্তাবনা চলিতেছে।

  • যশোহর ও খুলনা উভয় জেলায় পৃথকৃ:কালীগঞ্জ ও মাগুরা আছে । খুলনায় কাশীDDD DBBBBBS DDD DDDB BBBDDDD DDDD DD BBBDDDD DDDDSL SDDD

डोरणं, ट्रेशन्न नहिकाछे मलद्धावी ब्रांजवाफ़ैौ ।