পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেন-রাজত্বের শেষ । ର୬୩ এই ঘটনা হয়। * গৌড়ে কেশব সেন দুই বৎসর কাল সবিক্রমে যুদ্ধ চালাইয়া অবশেষে পরাজিত হইয়া পূৰ্ব্ববঙ্গে পলায়ন করেন। তখন গোঁড় মুসলমানের করায়ত্ত হয়। এড় মিশ্রের কারিক হইতে জানিতে পারি যে, কেশব সেন সৈন্ত সামন্ত সহ পুৰ্ব্ববঙ্গে এক রাজার নিকট আশ্রয় লন। । সে রাজার নাম পাওয়া যায় নাই। কেহ বলেন তিনি বিশ্বরূপ সেন। কিন্তু তাহা হইতে পারে না, কারণ এই রাজা কেশবের নিকট বল্লালী কৌলীন্য সম্বন্ধে তথ্য জানিতে চাহিয়াছেন। বিশ্বরূপের সে তথ্য অবিদিত থাকিতে পারে না । কেহ কেহ বলেন, লক্ষ্মণ সেনের সমরে জ্যোতির্বর্মী সেনরাজগণের সামন্তস্বরূপ চন্দ্রদ্বীপ অঞ্চলে রাজত্ব করিতেছিলেন। তাহার পুত্র হরিবর্মদেব। এই হরিবল্মার মন্ত্রী ছিলেন ভবদেব বালবল্লভীভুজঙ্গ। সম্ভবতঃ কেশব সেন এই হরিবম্মার রাজধানীতে আসিয়াছিলেন। যাহা হউক, পরে তিনি কিছুকালের জন্ত বাগড়ী অঞ্চলে • এই পাঠ ন বিজয়ের তারিখ লইয়া সান বিতও হইয়াছে। ব্লকমান সাহেবের মতে ১৯৯৮-৯ খৃঃ অন্ধ। রিভাব্লিজ আকবর নাম হইতে দেখান যে লসং ১১১৯ খৃঃ অঙ্গে আরম্ভ to [J. A. S. B. 1818, Part 1, p. 2 ) folks off Mača on (Indian .Autiquary, Vol. XIX ] মানহ'জের বর্ণনায় লক্ষ্মণের বয়স ৮০ বৎসর হইলে ১১৯৯ খৃঃ অব্দে ষঙ্গবিজর ইর। নগেন্দ্র বাবু বলেন ১১১৯ খৃঃ অব্দের পর বল্লাল a ও লক্ষ্মণসেন ২৭.২৮ বৎসর রাজত্ব করেন, সুতরাং বঙ্গবিজয়াদ ১১৯৭—৮ । [ J. A. S. B. 1806, CS 0LL BBBBBB BB BB BB SBBBBSBB BBB DDBBBBS ধিকে। বেহার পাটনাৎ পুৰ্ব্বং তুরস্কঃ সমুপাগতঃ ॥” ইহা হইতে সুপণ্ডিত উমেশচন্দ্র বটব্যাল মহাশয় দেখান, ১১২৪ শাকে বা ১২-২—৩ খৃষ্টাব্দে বঙ্গবিজয় হয়। [সাহিত্য, ১৩০১, ৩পূঃ ] গয়ার বিষ্ণুপার মন্দিরের প্রশস্তি অনুসারে গোবিন্যপাল দেব ১১৬১ খৃঃ আৰাে মগধে রাজ্য(*ांश्१ रुएब्रन । (A S. R. Vol. III, No 18) उiशग्न ७v रु९मब ब्रांछtषङ्ग १ब्र मइन्हन কর্তৃক বিহার বিজিত হয়। [J. A. S. B. 1876, pt I, p 331–2 ] তাহার পর বৎসর «I‘cair, xittw ArrásH <y (Ravarty’s Tabaqat-i-Nasiri p. 663 ) I &T& রাখলদাস বক্ষ্যোপাধ্যায় মহাশয় এই প্রমাণে ১২•• খৃষ্টাব্দে বঙ্গবিজয়ের তারিখ নির্ণয় করিয়া(छ्न [J. A. S. B. I913 pp, 277, 285] यभग्न ऍशरें मूख्रिणत्रछ राशिग्ना মনে করি। - + বঙ্গের জাতীয় ইতিহাস, ব্রহ্মণকাও, ১৫৩ পৃঃ { বাঙ্গালার পুরাবৃহ, ৩২৭ খৃঃ। কিন্তু ছবিৰ্গদেবের সময় এখনও নিরূপিত হয় নাই। "গৌড়রাজমালায়"ও এবিষয়ে কোন নিশ্চিত তথ্য স্থির হয় নাই। রাখাল বাবু বলেন, বিজয় সেনের বঙ্গাধিকায়েয় ৰন্থ পূৰ্ব্বে হরিবর্মদেব স্বর্গারোহণ করিয়া ছিলেন। { প্রবাসী, ১৬১৯, শ্রাবণ ] তিনি সম্ভবতঃ একাদশ শতাব্দীর দ্বিতীয় গাদে বর্তমান ছিলেন। .