পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস ।

e0:e

পাঠান-রাজত্ব। جب سببص=ہ:ه8ہ سسـاسـ প্রথম পরিচ্ছেদ--তামস যুগ। দুৰ্দ্দিন একাকী আসে না। ব্যক্তিগত জীবনে বা দেশের ইতিহাসে সেই একই কথা। বঙ্গদেশ যখন পাঠানের হাতে স্বাধীনতা হারাইল, তখন শত দুৰ্দৈব আসিয়া তাহাকে গ্রাস করিয়াছিল। যশোহর-খুলনার অবস্থা আরও শোচনীয়। শুধু শাসন বা সমাজ সম্বন্ধীয় বিপ্লব নহে, প্রাকৃতিক বিপ্লবও তাহাকে বিপৰ্য্যস্ত করিয়াছিল। আমরা প্রাকৃতিক বিবরণে এ সকল বিষয় আলোচনা করিয়াছি। তাঁহাতে দেখা গিয়াছে, সেনরাজত্বের পূৰ্ব্বে যেমন কয়েকস্থানে কয়েকটি বিপ্লব হইয়াছিল, সেনরাজত্বের অবসানের প্রাক্কালেও সেইরূপ সুন্দরবন অঞ্চলে, যশোহর-খুলনার দক্ষিণাংশে একটি প্রবল প্লাবন ও অবনমনে বহুবিস্তৃত প্রদেশ নিয় হইয়া জলমগ্ন হয়। খুলনার অধিকাংশ এবং যশোহরের দক্ষিণদিকে কতকাংশ এইভাবে নিয় হইয়া বাসের অযোগ্য হয়। ইহার বিশেষ কোন বিৰরণ সংগ্রহ করা যায় না। কারণ পরবর্তী হই শত বৎসরের মধ্যে এই অবস্থার বিশেষ উন্নতি হয় নাই, এবং এই যুগে দেশের লোক অরাজকতার মধ্যে নানাবিধ অত্যাচারে পীড়িত হইয়া সৰ্ব্বদা এরূপ শঙ্কিত খাকিত যে তাহার কোনও প্রকার পৃথিপত্রে দেশের অবস্থার কোন বিবরণ রাখিয়া যায় নাই। খুলনার দক্ষিণভাগের অধিবাসিগণ কতক বিনষ্ট, কতক বাগভ্যাগ कदिब्रां लेख्द्र बू५ श्रजांशन रुब्रिजांश्नि। उँछब्रङtर्ण बांशद्र जांच्चद्रक