পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসতি ও সমাজ । ২৬৩ গোঁড়াধিপকে নিহত করিয়া রাজা হন । * তিনি, তাহার পুত্র ও পৌত্র প্রায় ৪০ বৎসর কাল রাজত্ব করেন। এ সময়ে হিন্দু বা দেশীয়দিগের উপর অত্যচার হয় নাই; যথেষ্ট বৃত্তি পাইয়া ব্রাহ্মণ পণ্ডিতগণ পুনরায় শাস্ত্রচর্চাদি আরম্ভ করেন। এ সময়ে যশোহর-খুলনায় রীতিমত বসতি স্থাপন ও সমাজ বন্ধন আরম্ভ হইয়াছিল। আমরা এক্ষণে তাহারই কথা বলিব। দ্বিতীয় পরিচ্ছেদ—বসতি ও সমাজ । রজনীর অন্ধকার বিগত হইলে যেমন তরুণারুণভাতি সুপ্ত জগতকে প্রদীপ্ত করে, তামস-যুগ অতিবাহিত হইলেও তেমনই দেখা গেল, যশোহর-খুলনার যে সকল অংশ নিম্ন ও জঙ্গলাকীর্ণ হইয়া বাসের অযোগ্য হইয়াছিল, তাহাও আবার উন্নত ও পরিষ্কৃত হইয়া সভ্য সমাজের বসতিভূমি হইতেছে। যাহার উপনিবেশ স্থাপন করিতেছিলেন, তাহারা যে কোন দূরবর্তী বিদেশ হইতে আসিতেছিলেন, তাহা নহে। সেনরাজত্বের অবসান হইল, প্রাকৃতিক বিপ্লব হইল, পাঠান অধিকারের প্রাক্কালে দেশময় অরাজকতা চলিতে লাগিল, এইরূপ নানাবিধ কারণে লোকে নানাস্থানে চলিয়া গিয়াছিল ; আবার যখন রাষ্ট্রবিপ্লবের আবৰ্ত্ত স্থিরভাব ধায়ণ করিল, দেশের ভূমি উন্নত হইয়া শস্তক্ষেত্রের উপযোগী হইল, পাঠানের বঙ্গদেশে বসতি নির্দেশ করিয়া অপেক্ষাকৃত ধীরভাবে শাসনদও পরিচালনা করিবার জন্য দেশের লোকের সহায়ত চাহিল, তখন দেশে শাস্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে নুতন বসতি, নূতন সমাজ গঠিত হইতে লাগিল। পূৰ্ব্বেই বলিয়াছি ভৈরব নদের উত্তরভাগে প্রাকৃতিক বিপ্লবের বিশেষ প্রকোপ হয় নাই, সেখানে লোকে তত অধিক স্থান পরিত্যাগ করে নাই,

  • “Raja Kans from the testimony of Coins appears to have reigned from 8to A.H. to 817 A.H. or 1407 to 1414 A.D., but he appears to have actually usurped the Government earlier in 808. A. H.”—Reyaz—usSalatin, edited by M. A. Salam, P. 113 note, teta ofe "titi ta-auta

আমাররূপে গণেশ দেশের মধ্যে সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন।