পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসতি ও সমাজ । ૨૭(? বসতি করিয়াছিল। পরে কতক সে সকল স্থান হইতে অত্যাচার-পীড়িত হইয়া, কতক পর্যাপ্ত শস্তলোভে, কতক বা অজানিত দূর প্রদেশে নুতন রাজার মত প্রতিপত্তি বিস্তারের কল্পনায় এ অঞ্চলে আসিয়াছিল। অনেক কালের পতিত বা নবোথিত ভূমিতে যেমন ফসল ভাল হয়, তেমনই যাহারা নূতন প্রদেশে নববিক্রমে বসতি স্থাপন করে, তাহদেরও বংশ বা বলবৃদ্ধি হইয়া থাকে। পাঠান আমলে এইজন্ত যশোহর-খুলনার দক্ষিণাংশে নানা বিষয়ে উন্নতি বা অবস্থান্তর দেখা গিয়াছিল। কনোজগত ব্রাহ্মণ কায়স্থগণ আদিশূরের নিকট হইতে গঙ্গাতীরে ভূমিলাভ করিয়া তথায় বাস করিতেছিলেন। বল্লালসেনের সময়ে তাহাদের মধ্যে র্যাহারা কৌলীন্য পাইয়া ছিলেন, তাহারা ঐ প্রদেশেই বসতি করিতেছিলেন। গঙ্গা ছাড়িয়া দূরে যাইতে র্তাহারা সম্মত ছিলেন না। পাঠান রাজত্ব আরম্ভ হইলেও র্তাহারা সেই প্রদেশ ছাড়েন নাই। অবশেষে কোন স্থানে জাতি-ধৰ্ম্মের উপর অত্যাচার, কোথায় বা অরাজকতা, স্থানের অভাবে লোকসংখ্যাবৃদ্ধি, এবং কখনও বা রাজকাৰ্য্যের জন্য অন্যত্র যাইবার আবশ্যকতা তাহাদিগকে স্থানত্যাগ করাইয়াছিল। এই সকল ব্রাহ্মণ-কায়স্থগণ ধৰ্ম্মনিষ্ঠ ছিলেন এবং পরবর্তী সময়ে কুলমৰ্য্যাদা ও সমাজসমস্ত লইয়া অধিকতর ব্যস্ত ছিলেন। ইহা ব্যতীত যে উদরান্নের সংস্থান একটা অবশু কৰ্ত্তব্য তাহা অনেক সময় ভুলিয়৷ যাইতেন। র্তাহাদের এই দারিদ্র্যের সুযোগ পাইয়া অনেক অকুলীনও নিম্নশ্রেণীর ব্রাহ্মণ-কায়স্থগণ উহাদের সহিত বৈবাহিক সম্বন্ধ সংস্থাপিত করিতেন। এইভাবে যে সকল কুলদোষ ঘটিয়াছিল, পরে তাহার পরিহারকল্পে সমাজের বন্ধন আরও কঠোর করিবার প্রয়োজন হইয়াছিল। এই বৈবাহিক সম্বন্ধের জন্তও স্বচ্ছন্দ জীবিকার লোভে কুলীনগণ গঙ্গাতীর ত্যাগ করিয়া অনেকে যশোহর-খুলনায় আসিয়াছিলেন । সুতরাং তাহাদিগকে যাহারা আনিয়াছিল, তাহারা এ প্রদেশের অধিবাসী ছিল। সে কাহারা ? শ্রোত্রিরও সপ্তশতী ব্রাহ্মণ, মৌলিক কায়স্থ, নবশায়ক, নানা জাতীয় বণিকৃ ও নিম্ন শ্রেণীর শূদ্ৰগণ পঞ্চদশ শতাব্দীর পূৰ্ব্বে যশোহর-খুলনার অধিবাসী ছিলেন। ত্রয়োদশ শতীতে বৈদ্যগণ কেবলমাত্র খুলনাজেলায় সেনহাটিগ্রামে বাস করিয়াছিলেন, তৎপূৰ্ব্বে এদেশে বৈদ্য ছিলেন বলিয়। জানা যায় না। H8