পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসতি ও সমাজ । २१> দ্বিতীয় নলতা ক্রমে নলটা ও নলধা নামে পরিবৰ্ত্তিত হইয়া সময়ে প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি ছিলেন। ক্রমে অগ্রসর হইলে এইরূপ আরও মৌলিক কায়ন্থের বসতি দেখা যাইবে । নলধা ও রাজপাটের রাহা, গুরুর পাড়ার দেববংশীয় নিয়োগী, রাখালগাছী ও হাউলীর নাগ ইহাদের মধ্যে বিখ্যাত। রাহাগণ মজুমদার উপাধিভূষিত হইয়া যশোহরে পবহাটী ও বাগডাঙ্গা গড়তি স্থানে সম্মানিত বংশ বলিয়া পরিচিত আছেন। উত্তর পাড়ার নিয়োগীগণ ধন্য পীতাম্বরের সন্তান বলিয়া খ্যাত এবং গোষ্ঠীপতি কুলভুক্ত। ইহাদের কথা বিশেষ ভাবে পরে আলোচিত হইতেছে। রাখালগাছির নাগবংশ খুলনা জেলায় একডাকে পরিচিত এবং অতিশয় সম্মানিত। তাহারা সে অঞ্চলে বহুকুলীনের আশ্রয়দাতা হইয়াছেন। এতদ্ব্যতীত রাঙ্গদিয়ার দত্তবংশ ও মবিয়া প্রভৃতি স্থানের সেনবংশের কথা উল্লিখিত হইয়াছে। কপোতাক্ষকূলেও এইরূপ মৌলিক কায়স্থগণের বসতি স্থাপিত হইয়াছিল। ইহার মধ্যে বোদখানার চৌধুরিগণ বিশেষ বিখ্যাত। ইহার দেব-উপাধিধারী মৌলিক কায়স্থ। হুগলী সপ্তগ্রাম হইতে ইহাদের পূর্বপুরুষ যশোহরে আসেন। ভৈরবকুলে বারবাজারে ইহাদের পূৰ্ব্বপুরুষদিগের আদিবাস বলিয়া কথিত হয়। ৯ কিন্তু তাছা আমরা সম্পূর্ণ বিশ্বাস করি না। তবে বোদথানায় ইহাদের বাস ছিল, তাহ তথাকার গড়বেষ্টিত রাজবাটীর ভগ্নাবশেষ হইতে এখনও স্পষ্ট জানা যায়। এই বোদখান হইতে ক্রমে ইহারা নদীয়ার গঙ্গানন্দপুরে, খুলনার মলইগ্রামে, এবং ক্রমে ক্রমে যশোহরের সন্নিকটবৰ্ত্তী নয়াপাড়াগ্রামে, এবং কপোতাক্ষতীরে বাড়ীগ্রামে বাস করেন। নিয়ােগী উপাধিধারী ইহাদের এক শাখা খুলনার উত্তরপাড়াগ্রামে আছেন। ইহাদের পূর্বপুরুষ হরিদেব সপ্তগ্রামের সন্নিকটে বাস করেন, র্তাহার অধস্তন সপ্তমপুরুষ পীতাম্বর দেব। ইনি নবাবদরবার হইতে খা উপাধি এবং বহু সৎকার্য্যের ফলে সাধারণের নিকট ধন্ত পীতাম্বর বলিয়া খ্যাত হন। ইহারই অধস্তন পঞ্চম পুরুষ সুবিখ্যাত শিবদাস চৌখণ্ডী ; তিনি মলই পরগণার জমিদারী পান, তথা হইতে র্তাহার বংশধরগণ হরিচালী ও রাজুলী গ্রামে উঠিয়া যান। এ সকল স্থানই কপোতাক্ষের কুলে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানাচাৰ্য শ্ৰীযুক্ত প্রফুল্লচন্দ্র রায় এই রাজুলীর রায়ৰংশ সমুজ্জল • Westlands' Rಥೌ P. 156,