পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१७ যশোহর-খুলনার ইতিহাস । মৰ্দ্দন দেব পাণ্ডুনগরে রাজা হন (১৪১৭ )। তিনি যে বৎসর রাজা হন, সেই বৎসরই চন্দ্রদ্বীপে আসিয়া নূতন রাজ্য সংস্থাপনপূর্বক মুদ্র প্রচার করেন। ইহারা উভয়েই “দেব” উপাধিধারী কায়স্থ এবং “শ্ৰীচণ্ডীচরণ-পরায়ণ” উপাধিভূষিত শাক্ত হিন্দু। মুদ্র হইতে এই যে কয়েকটি তথ্য প্রমাণিত হইতেছে, তাহা সম্পূর্ণ সংশয়শূন্ত । এক্ষণে এই দনুজমর্দন কে ? তিনি কোথা হইতে আসিয়া রাজ্যস্থাপন করিলেন ? এ সম্বন্ধে অনেকগুলি মত আছে। আমরা এক একটি করিয়া সংক্ষেপে সবগুলি বিচার করিব। (১) “বল্লালসেনের কায়স্থজাতীয় উপপত্নীর পুত্ৰ কালু রায়কে তিনি চন্দ্রদ্বীপে করদ রাজা নিযুক্ত করেন। দনুজদমন রায় তাহার বংশধর।” * অবশু এখানে দনুজদমন ও দমুজমর্দন অভিন্ন ব্যক্তি বলিয়া ধরা হইয়াছে। এ মতের কোন বিশিষ্ট প্রমাণ নাই। সমস্ত প্রবাদ-কাহিনী ইহার বিরোধী। এ মতের পরিপোষক গ্রন্থকার বিনা প্রমাণে ইহা উত্থাপিত করিয়াছেন বলিয়া আমরা উহ। পরিত্যাগ করিতে পারি। (২) লক্ষ্মণসেনের পৌত্র দনুজমাধব বহুবৎসর পূর্ববঙ্গে রাজত্ব করিয়াছিলেন, তাহা উল্লিখিত হইয়াছে। এই দনুজমাধব বিভিন্ন ঐতিহাসিকের দ্বারা নানা নামে পরিচিত হইয়াছেন। দম্বুজ, দনেীজ, ধিনুজ রায় ( Stewart), catsi (Raja Nodja, Tieffenthaler), Gigi (আবুল ফজল ), MRG 313 (Jiaddin Barni and Elliot), TtiìgfqïqR &I H&gg& এবং দনুজদমন—এ সকলই একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম বলিয়া কথিত হয়। অর্থাৎ বিক্রমপুরের দনৌজামাধব এবং চন্দ্রদ্বীপের দনুজমর্দন অভিন্ন ব্যক্তি। }

  • প্রদুর্গাচরণ সাম্ভাল প্রণীত “বাঙ্গালার সামাজিক ইতিহাস" ১১৯ পৃঃ ।
  1. The Emperor occupied Sonargaon having been joined in advance by Dhinwaj Rai, Zamindar of the City, with all his troops. This is probably the same person as Dhinaj Madhub who is believed to have been a grandson of Ballal Sen.—Dr. Wise, J. R. A. S. 1874, No. 1, p. 83.

It is not improbable that the founder of this family (Chandradwip family) is the same person as the Rai of Sonargaon by name Dhanuj Rai". Ibid No. 3, p. 206 See also N, N. Vasu, J. R. A. S. 1896. p. 35, ঐসতীশচন্দ্র রায় চৌধুরী, বঙ্গীয় সমাজ, ৭৯ পৃঃ ।