পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ օ যশোহর-খুলনার ইতিহাস । সংশ্লিষ্ট ছিলেন ; সুতরাং তাহদের বংশেতিহাসের সহিত প্রাদেশিক ইতিহাসের সম্বন্ধ ছিল। বর্তমান কুলগ্রন্থে প্রসঙ্গক্রমে কতকগুলি রাষ্ট্রকাহিনী সুন্দরভাবে বিবৃত হইয়াছে। এই কুলগ্রন্থ হইতে দেব-বংশ সম্বন্ধে নিম্নলিখিত তথ্য জানিতে পারি। অতি প্রাচীনকালে দেবগণ হরিদ্বার হইতে আসিয়া কর্ণসুবর্ণনগরে বাস করেন। ইংরা ক্ষত্ৰজ কায়স্থ, দ্বিজ ও ক্ষত্রিয়-কুলসম্ভব। কর্ণসুবর্ণের রাজা কর্ণসেনের নির্দেশমত দেব-বংশীয়ের শাগুিলা, মৌদগল্য, বাৎস্ত, পরাশর, ভরদ্বাজ, ঘুতকৌশিক ও অালম্যান এই সপ্তগোত্রে বিভক্ত হন। তন্মধ্যে শাণ্ডিলা দেবগণ কুলনায়ক ছিলেন। র্তাহার কণ্টকদ্বীপে এক রাজ্য স্থাপন করেন। এই শাণ্ডিল্য-দেবকুলে সুরদের জন্মগ্রহণ করেন ; তৎপুত্র দনুজরি। পাঠানবিজয়কালে তিনি সেনরাজগণের সমস্তস্বরূপ বহুদিন ধরিয়া পাঠানদিগের সহিত যুদ্ধ করেন। তিনি বন্দ্যবংশীয় মকরদের পুত্র দাশরথিকে কণ্টকদ্বীপে স্থাপন করেন ও র্তাহার পাচপুত্রকে পাঁচখানি গ্রাম দান করেন এবং চওঁীপরায়ণ বন্দ্য ংশের শিষ্য হওয়ায় দেব-বংশীয়ের “শ্ৰীশ্রীচণ্ডীচরণ-পরায়ণ” উপাধি গ্রহণ করেন। (আমরা মহেন্দ্র দেব ও দনুজমর্দন দেবের মুদ্রায় এই উপাধি উৎকীর্ণ দেখিয়াছি। ) দনুজারির পুত্র হরিদেব কণ্টকদ্বীপ হইতে পাণ্ডুনগরে গমন করেন। হরিদেবের পুত্র নারায়ণ এবং নারায়ণের দুই পুত্ৰ—পুরন্দর ও পুরুজিৎ । তন্মধ্যে পুরন্দর সন্ন্যাসী হন। পুরুজিতের আদিত্য নামে মহাতপা পুত্র জন্মে। আদিত্যের দুই পুত্ৰ—শ্ৰীশ্ৰীচণ্ডী-পরায়ণ দেবেন্দ্র ও ক্ষিতীন্দ্র। দেবেন্দ্রের পুত্র সুপ্রসিদ্ধ মহেন্দ্র। তিনি যবনদিগকে দূরীভূত ও কংসকুল নিহত করিয়া পাণ্ডুনগরে দেবরাজ্য স্থাপন করেন। * এই কুলগ্রন্থের আবিষ্কারের পূৰ্ব্বে ক্রযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ও অনুমান করিয়াছিলেন যে “রাজা গণেশ বা কংসনারায়ণের মৃত্যুর পর যছ স্বধৰ্ম্ম পরিত্যাগ করিলে, মহেন্দ্র দেব বিদ্রোহী হইয়া পাণ্ডুনগরে স্বাধীন রাজা স্থাপন করেন ও স্বনামে মুদ্রাঙ্কণ আরম্ভ করেন।” f মহেন্দ্র দুষ্টঘাতক কর্তৃক নিহত হইলে, তৎপুত্র দনুজমর্দন রাজা হন। তিনি

  • "যবনাঞ্চ দূরীকৃত্য কংসকুলং নিহত্য চ ।

পাণ্ডুয়ায়াং দেবরাজমনেনৈব প্রতিষ্ঠিতম্ ॥" প্রবাসী, ১৩১৯, শ্রাবণ ৩৮৮ পূঃ ।