পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ জাহানের কার্য্যকাহিনী । ←Ꭳ☾ সমগ্র মসজিদের ভিতরের মাপ ৪০ × ৪০% ভিত্তি ৭ ফুট। চারি কোণে ঃঃ মিনার আছে। পশ্চিমদিক বদ্ধ ; সেদিকে ভিতরে তিনটি মিরহাব বা কুলুঙ্গ (Niche ) আছে। অপর তিনদিকে তিনটি করিয়া খিলান ও খোলা দরজা। প্রত্যেক দিকেই মধ্যবৰ্ত্তী দরজাটি কিছু বড়। সকল মসজিদের মত ইহারও পূৰ্বদিকে সদর ছিল, সেদিকে কাৰ্ণিসে ও খিলানের উপরে ইষ্টকে কারুকাৰ্য্য আছে । কতকগুলি ইষ্টকে পদ্ম উৎকীর্ণ ; কতকগুলিতে একপ্রকার মালা বা রন্থ নানাভাবে বিলম্বিত ও সংযুক্ত ; কেহ কেহ বলেন উগ বঙ্গেশ্বর নাসিরউদ্দীন মামুদ সাহের রাজচিহ্ন । * এরূপ জড়োয়াবৃত্ত বাগেরহাটে ষাট গুম্বজের গায়েও আছে। বেষ্টনপ্রাচীর ব্যতীত মধ্যস্থানে চারিটি স্তম্ভের উপর গুম্বজগুলি গঠিত হইয়াছে। স্তম্ভগুলি প্রত্যেকে ইষ্টকভিত্তির উপর ৮৯ ফুট উচ্চ ; কিন্তু উপযুক্ত ভার সহ করিবার মত সম্পুষ্ট বলিয়া বোধ হয় না। তাহাতে নানা সন্দেহের উদ্রেক হয়। আমরা এ সম্বন্ধে পুৰ্ব্বে একবার আলোচনা করিয়াছি ; ওয়েষ্টল্যাণ্ড সাহেবও এ সম্বন্ধে তাহার স্বাধীন মত প্রকাশ করিয়াছেন। + খিলান ও গুম্বজের গঠন এত সুন্দর যে বোধ হয় এক্ষণে স্তম্ভগুলি সরাইয়া লইলেও তাহার ঠিক থাকে । এই সুন্দর মসজিদটি বড় হীন অবস্থায় আছে। মিনার কয়েকটির শীর্ষদেশ ভাঙ্গিয়া গিয়াছে, মসজিদের উপর সম্পূর্ণরূপে জঙ্গলে আবৃত হইয়া রহিয়াছে, খিলানের ইটগুলি লোকে ভাঙ্গিয়া লইয়া যাইতেছে ; স্তম্ভের মাথা দিয়া বর্ষার সময় জল পড়ে ; উহাতে স্তম্ভ ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হইতেছে এবং মসজিদের ভিতর জল জমিয়া বর্ষাকালে অব্যবহার্য্য হয়। সহৃদয় গবর্ণমেণ্টের প্রত্নতত্ত্ব বিভাগ পুরাকীৰ্ত্তি রক্ষার জন্য বহুস্থানে বহু অর্থ ব্যয় করিতেছেন, কিন্তু এই অজ্ঞাত এবং অবজ্ঞাত মুন্দরবন অঞ্চলে এই সুন্দর কীৰ্ত্তিমন্দির রক্ষার দিকে তাহাদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে না, ইহাই দুঃখের বিষয় । এদেশে যাতায়াতের অসুবিধাই কি এই অবহেলার কারণ? যেখানে সকলে যায়, সকলে দেখে, সকলে তাঙ্কারই রক্ষার জন্য চেষ্টা করে। কিন্তু এই লবণাক্ত বায়ুর রাজ্যে—নিঃস্ব নিরক্ষর কৃষকের

  • Khulna Gazetteer P. 183, * *ēnts ow, *, *-* †, Westland's Report, P. 16-17.