পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পয়ঃগ্ৰাম কস্বা। Woe Y একটি বিরাটু তেঁতুলগাছ এখনও বর্তমান রহিয়াছে। এরূপ দীর্ঘকালস্থায়ী তেঁতুলগাছ আর দেখি নাই। গাছটির বেড় ঠিক ২৫ ফুট, উহা এত উচ্চ ষে প্রায় এক মাইল দূরে নদী হইতে দেখা যায়। উক্ত বড় রাস্ত নদীর নিকটবৰ্ত্তী হইয়া যেখানে ঘুরিয়া পূৰ্ব্বমুথে পয়ঃগ্রামের দিকে চলিয়া গিয়াছে, সেখানেই উহার বামভাগে নদীর খুব সন্নিকটে একটা প্রকাও উচ্চ ঢিপি কোন পূৰ্ব্বকীৰ্ত্তির সাক্ষীর মত দাড়াইয়া আছে। ঢিপিটি ১.৮ × ১০০ ফুট, উহা পার্শ্ববৰ্ত্তী জমি হইতে ৮ ফুট উচ্চ। এখানে বাগের হাটের ষাটগুম্বজের মত কোন বৃহৎ নমাজের স্থান বা দরবার গৃহ ছিল। শুনিয়াছি নিকটবৰ্ত্তী মধ্যপুর গ্রামে কোন এক ইংরাজ কোম্পানি নীলের কুঠি করিবার জন্য এই বিরাট ভগ্নগৃহ ভাঙ্গিয়া চুরিয়া বিলুপ্ত করিয়াছিল। এই ঢিপির উপর ৩২ x ১৭ ফুট স্থানে ১ ফুট উচ্চ করিয়া একটা পাকা বেদী করিয়া উহার পশ্চিম দিকে একটি আধুনিক ইদগা স্থানীয় লোকে নিৰ্ম্মাণ করিয়া লইয়াছে। নিকটবৰ্ত্তী বহুসংখ্যক লোকের প্রধান প্রধান নমাজের উৎসবে এইস্থানে উপাসনা করিয়া থাকেন। এই ইদগার নিকটে একখানি অতি সুন্দর কষ্টিপাথর (Slate) আছে ; উহার পরিমাণ ৩ × ১-৮%। ঢিপির নিম্নে আর একখানি রাজমহল ব। চট্টগ্রামের পাথর আছে। এই পাথর ঠিক ষাটগুম্বজের স্তম্ভের পাথরের মত। এ পাথরখানি ১-৮× × ১-৮^x ৯ ইঞ্চি। আরও কত পাথর ছিল এবং তাহা কোথা হইতে কি ভাবে সংগৃহীত হইয়াছিল, তাহা কে জানে ? নীলকরের অনেকস্থানে ভ্যাণ্ডালদিগের মত ভীষণ অত্যাচার করিয়া দেশের অনেক পুরাকীৰ্ত্তি নষ্ট করিয়াছে। সেরূপ অত্যাচার যে করা যার, বর্তমান গবর্ণমেণ্ট তাহা অনুভবও করিতে পারিবেন না । পঞ্চগ্ৰাম কসবা একসময়ে সমৃদ্ধিশালী নগরী ছিল। এখানে অনেক সন্ত্রান্ত মুসলমান এখনও বাস করিতেছেন। বোধ হয় এতগুলি খাটি উচ্চবংশীয় উন্নতিশীল মুসলমান পরিবার একত্র হইয়া যশোহর-খুলনার অন্ত কোন স্থানে নাই। ংহদের অনেকে পশ্চিমদেশ হইতে আগত সম্রান্ত মুসলমান অধিবাসীর বংশধর এবং কতক,যে সকল উচ্চশ্রেণীর হিন্দুর মুসলমান ধৰ্ম্ম পরিগ্রহ করেন,তাহদেরই "তন পুরুষ। কথিত আছে, খ জাহানের পরাগ্রাম নিবাসকালে পীরালী শত্রদায়ের প্রথম উৎপত্তি হয়।