পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পয়ঃগ্ৰাম কসবা । يا مع سيا( স্থার দুই ভ্ৰাতায় কালে চেঙ্গুটিয়া পরগণ দখল করিয়া লন, এবং অপেক্ষাকৃত :নিরাপদ প্রদেশে সদৰ্পে শাসনদও পরিচালন জন্য দক্ষিণডিহি অঞ্চলে আসিয়া বাসস্থান নির্দেশ করেন। কেহ কেহ বলেন এই দুইভ্রাতার মধ্যে বিভাগস্থত্রে উত্তরডিহিও দক্ষিণডিহি নামকরণ হয় । জ্যেষ্ঠ ভ্রাতা ভৈরবের কূলে উত্তরদিকে থাকেন উহাই উত্তরডিহি, এবং কনিষ্ঠ ভ্রাতা দক্ষিণ নাথ দক্ষিণডিহি পাইয় ছিলেন । কেহ কেহ দক্ষিণডিহি নামের সহিত দক্ষিণানাথের নামেরও সম্বন্ধ স্থাপন করেন। নাগর রায় সাধারণের সুবিধার জন্য এই প্রদেশে এক হাট স্থাপন করেন.সেই “নাগরের হাট” বর্তমান বেজের ডাঙ্গা ষ্টেশনের সন্নিকটে ছিল। এখনও লোকে সেস্থান প্রদর্শন করিয়া থাকে। যাহা হউক রায়চৌধুরিগণই দক্ষিণডিহি ও উত্তরডিহি নামে স্থান ভাগ করেন বা খ জাহান আসিয় তাহার নব প্রতিষ্ঠিত সহরের ঐরূপ ভাগ করেন, তাহার নিশ্চয়তা নাই। তবে এইটুকু নিশ্চয়তা আছে যে খাঁ জাহানের আগমনের পরও দক্ষিণডিহিতে রায়চৌধুরিগণ বিশেষ গৌরবান্বিত ছিলেন। নাগরনাথ নিঃসন্তান। দক্ষিণনাথের চারি পুত্র ছিল—কামদেব, জয়দেব, রতিদেব ও শুকদেব । দক্ষিণানাথের মত র্তাহার পুত্ৰগণ প্রতাপান্বিত ছিলেন ন, কারণ থ জাহানের আগমন কালে র্তাহাকে কেহ বাধা দিয়া ছিলেন বলিয়া জানা যায় নাই। বাধা দিলেও তাহা যে বিফল হইয়াছিল, সে বিষয়ে সন্দেহ নাই। পরন্তু খাঁ জাহানের শাসন প্রতিষ্ঠার পর কামদেব ও জয়দেব এই উভয় ভ্রাতায় নবাগত পাঠানবীরের প্রধান কৰ্ম্মাধ্যক্ষ হইয়া বসিয়া ছিলেন। খ জাহানও এই ভাবে তাহাদিগকে রুদ্ধবীৰ্য্য সৰ্পের মত করায়ত্ত করিয়াছিলেন। শুধু করায়ুক্ত রাখা নহে, কৌশলে তাহাদিগকে মুসলমান ধৰ্ম্ম পরিগ্রহ করিতে বাধ্য করিয়াছিলেন। সেই ঘটনাই এদেশীয় পীরালি বংশের উৎপত্তির মূল। প্রবাদ আছে বারবাজার ত্যাগ করিয়া, যেমন খাঁ জাহান ভৈরবের কুল দিয়া ক্ৰমশঃ অগ্রসর হইতেছিলেন, জনৈক মুচতুর ব্রাহ্মণ র্তাহার পথপ্ৰবৰ্ত্তক ছিলেন। এমন কি, এরূপও কথিত হয় যে এই ব্রাহ্মণই খ জাহানকে বঙ্গদেশে জানিবার মূল। গ্রাম্যবিবাদ ঘটিত প্রতিহিংসাই ব্রাহ্মণকে এই কাৰ্য্যে প্রবৃত্তি করাইয়াছিল। সম্ভবতঃ চেকুটিয়া পরগণার অধিকারী দক্ষিণ ডিহির রায়চৌধুরী মহাশয়গণের সহিতই উক্ত বিবাদ হয় এবং তাছাতেই বোধ হয় ব্রাহ্মণকে স্বীয় হস্তে স্বগৃহে