পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سياeژي۹ যশোহর-খুলনার ইতিহাস । দরবারের চারিদিকে ভোজের আয়োজন, শত শত বকৃরি আর গো-মাংস রন্ধন ॥ পলাণ্ডু লগুন গন্ধে সভা ভর পুর সেই সভায় ছিল আরো ব্রাহ্মণ প্রচুর। নাকে বস্ত্ৰ দিয়া সবে প্রমাদ গণিল, ফাকি দিয়া ছলে কলে কত পলাইল । কামদেবে জয়দেবে করি সম্বোধন, হাসিয়া কহিল ধূৰ্ত্ত তাহির তথন । জারি জুরি চৌধুরী আর নাহি খাটে স্ত্ৰাণে অৰ্দ্ধেক ভোজন শাস্ত্রে আছে বটে। নাকে হাত দিলে আর ফাকি ত চলে না । এখন ছেড়ে ঢং আমার সাথে কর থানাপিনী । উপায় না ভাবিয়া দোচে প্রমাদ গণিল, হিতে বিপরীত দেখি মরমে মরিল। পাকড়াও পাকড়াও স্থাক দিল পীর, থতমত হ’য়ে দোহে হইল অস্থির । দুইজনে ধরি পীর খাওয়াইল গোস্ত পীড়ালি হইল তার হইল জাতিভ্রষ্ট । কামাল জামাল নাম হইল দোহার ব্রাহ্মণ সমাজে প’ড়ে গেল হাহাকার ॥ তখন ডাকিয় দোহে আলি খাজাহান । সিঙ্গির জায়গীর দিল করিতে বাখান ॥ * সেই গোলে গুডুবাসে বিধি বিড়ম্বন । শত্ৰগণে জাতিনাশে করিল কল্পনা । পীরালি অথ্যাতি দিল প্ৰাণ মাত্র দোষ, সৰ্ব্বদেশে রাষ্ট্ৰ হ’ল কুগ্রহের রোষ । ।

  • এই সিঙ্গি বর্তমান সিঙ্গিয়া রেলওয়ে ষ্টেশন:ও তাঁহার সন্নিকটবৰ্ত্তী স্থান ।