পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○〉ミ যশোহর-খুলনার ইতিহাস । ভট্টনারায়ণের সন্তান, শাগুিলা গোত্রীয় সিদ্ধশ্রোত্রিয়। র্তাহারা কুশারি গাঞি ভূক্ত। খুলনাজেলায় ভৈরবকুলবৰ্ত্ত পিঠাভোগ ও ঘাটভোগ গ্রামে কুশারিদিগের বাস ছিল। পিঠাভোগের কুশারিগণ গোষ্ঠীপতির বংশ বলিয়া সম্মানিত। ঢাকা ও বাকুড়ায়ও কুশারিদিগের বাস আছে। পিঠাভোগের কুশারিবংশীয় পুরুষোত্তম বিদ্যাবাগীশ উক্ত রায় চৌধুরীবংশে বিবাহ করিয়া পীরালি হন। এ সম্ভবতঃ ইনি আদি পীরালি শুকদেবের কন্ঠ বা পৌত্রী বিবাহ করেন । পুরুষোত্তম হইতে ঠাকুরবংশে ১৫১৬ পুরুষ হইয়াছে। ইহার মধ্যে উভয়বংশে বহু বিবাহ সম্বদ্ধ হইয়াছে। সমৃদ্ধ ঠাকুর বংশের সহিত এইরূপ ঘনিষ্ট সম্বন্ধহেতু রায় চৌধুরীদিগের অনেকে কলিকাতায় বাস করিয়াছেন। তজ্জন্ত র্তাহাদের আদি নিবাস দক্ষিণডিহি প্রভৃতি স্থান জঙ্গলাকীর্ণ হইয়া পড়িতেছে। সেই জঙ্গলের মধ্যে কালাচাদ বিগ্রহের প্রাচীন মন্দির এখনও প্রাচীন কথা স্মরণ করাইয়া দেয় । ঠাকুর-বংশ ব্যতীত অন্ত যে সকল বংশ এইভাবে পীরালি হন, তন্মধ্যে চেঙ্গুটিয়ার মুস্তৌফি বংশ বিখ্যাত। ইহারা ফুলিয়ার মুখটবংশ। ফুলিয়া গ্রামবাসী ১৬ পর্য্যায়ভুক্ত প্রসিদ্ধ নৃসিংহ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতা রামের অধস্তন সন্তান মঙ্গলানন্দ মুখোপাধ্যায় দক্ষিণডিহির রায়চৌধুরী বংশে বিবাহ করিয়া পীরালি হন। নাট্ট রঙ্গমঞ্চে হাস্যরসের অপূৰ্ব্ব অভিনয় করিয়া যিনি অমর হইয়াছেন, সেই অদ্ধেস্কুশেখর মুস্তৌফি এই মঙ্গলানন্দের অধস্তন পুরুষ। তৎপুত্র প্রযুক্ত ব্যোমকেশ মুস্তৌফি বঙ্গীয় সাহিত্য-পরিষদের সহকারী সম্পাদক ও অন্ততম বিশিষ্ট কার্য্যকারকরূপে সাহিত্যক্ষেত্রে সুপরিচিত হইয়াছেন। } ঠাকুর ও মুস্তৌফিবংশ ব্যতীত আর যে সকল ব্রাহ্মণ, অথবা কায়স্থ প্রভৃতি জাতি পীরালি হইয়াছেন, তাহাদের সংক্ষিপ্ত বিবরণ স্থানান্তরে প্রদত্ত হইবে। হইয়া যায়। শুধু এবংশের নহে, আরও অনেক বংশে এরূপ ঠাকুর উপাধি ছিল। ব্রাহ্মণকে অন্য জাতিতে সাধারণতঃ ঠাকুর বলিয়া সম্বোধন করে। তবে কীৰ্ত্তিগৌরবে কলিকাতার ঠাকুরবংশের মত আর কেহ অনন্তোপাধিক হন নাই ।

  • বিশ্বকোষ, পীরীলি-প্রবন্ধ, ১১ খণ্ড, ৪৮৪ পৃষ্ঠ ।

vজয়রাম জার্মান ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, vকালীকৃষ্ণ ঠাকুর, কবিচুড়ামণি রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ শৌরীন্দ্রমোহন ঠাকুর গুণেন্দ্রমোহন ঠাকুর, সতীন্দ্রমোহন ঠাকুর, প্রফুল্লনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুরবংশীয় বহুখ্যাতনাম ব্যক্তি উক্ত রায় চৌধুরী বংশে বিবাহ করেন। “বঙ্গের জাতীয় ইতিহাসের”যে পারালিকাগু শীঘ্রই প্রকাশিত হইবে, তাহ প্রধানতঃ এই অক্লাস্ত সাহিত্যসেবী যোমকেশের লেখনীপ্রস্থত।