পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খালিফতাবাদ । రి)(t হন। এই স্থানে তিনি পূৰ্ব্ব হইতে আহারের ব্যবস্থা রাথিতে অনুমতি করিয়াছিলেন। সে জঙ্গ পরে ঐ স্থানের নাম ফরমাইজখানা হইয়াছিল। তথা হইতে সেনহাটি,চন্দনীমহল দিয়া আতাই নদী পার হইয়া শোলপুরের পথে সেনের বাজারে উপনীত হন। বারাকপুর হইতে সেনের বাজার পর্য্যন্ত ৮৯ মাইল রাস্ত এক্ষণে খুলনা-মুজাখালি ডিষ্ট্রক্ট বোর্ড রাস্তা নামে পরিচিত। ইহা এক্ষণেও এ প্রদেশের একটি বিখ্যাত রাজপথ । সেনের বাজার তখন একটি প্রধান বন্দর ছিল । খাঞ্জালীর রাস্তাদ্বারা ইহার পসার আরও বাড়িয়াছিল। বৰ্ত্তমান সেনের বাজার যেখানে আছে, পূৰ্ব্বতন সেনের বাজার তাহ অপেক্ষা প্রায় এক মাইল দক্ষিণ-পূৰ্ব্বকোণে ছিল ; উহারই অপর পারে ছিল প্রাচীন খুলনা বা বর্তমান রেণীগঞ্জ। এখন যেখানে খুলনা সহর, সেস্থান জঙ্গলাকীর্ণ ছিল এবং ঐ স্থান হইতেই সুন্দরবনের আরম্ভ ছিল। থাঞ্জালী সেনের বাজার হইতে নদীপার হইয়া তালিমপুর, শ্রীরামপুর, নৈহাটি প্রভৃতি স্থানের মধ্য দিয়া ক্রমে রাঙ্গদিয়া, মধুদিয়া ভেদ করিয়া বাগেরহাটের সন্নিকটে উপস্থিত হন। তখন বাগেরহাট নাম হয় নাই। তিনি যে স্থানে প্রথম উপনীত হইয়া সৈন্তাবাস সংস্থাপন করেন, উহারই নাম রাখেন বারাকপুর। সেই স্থানেই র্তাহার প্রথম দীঘি খনিত হয় । এই দীঘির নাম ঘোড়া দীঘি। প্রবাদ এই—একটি ঘোড়া যতদূর দৌড়াইয়া গিয়াছিল, তত দীর্ঘ করিয়া এই প্রকাও দীধিক খনিত হয় । ইহার জলাশয়ের পরিমাণ ১০০০ x ৬০০ হাত হইবে। ইহার জল খুব ভাল ; সীতারামের দীঘি ব্যতীত এমন সুন্দর জল নিম্নবঙ্গের কোন জলাশয়ে আছে কিনা সন্দেহ। এ দীঘি অত্যন্ত গভীর, ইহার জল কখনও শুকায় বু; ইহাতে বারোমাস গভীর জল থাকে। এই সকল প্রকাণ্ড জলাশয় এক অপূৰ্ব্ব জলদান-পুণ্যের মহিমা বিঘোষিত করে। ইহাদের বিশাল বিস্তারে জলদাতার হৃদয়ের বিশালত্ব প্রকটিত হইতেছে। কোন কোন বিষয়ে পাঠানের আগমনে আদিম অধিবাসী হিন্দুর উপর অত্যাচার হইয়াছিল সত্য ; কিন্তু এই বীর সন্ন্যাসী ধী জাহান আলির অবিশ্রাত্ত জনহিতৈষণায় সে সব চাকিয় ফেলিয়াছে। বর্তমান সময়ে ইংরাজ গৰণমেন্ট জল ব্যবস্থার জন্য প্রতি বৎসর অপরিমিত অর্থ ধূলিমুষ্টির মত দেশময় ছড়াইয় দিতেছেন বটে, কিন্তু জলন্ধভিক্ষ ঘুচিত্তেছে না এবং এরূপ চিরস্থানীি কীৰ্ত্তিও