পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8a যশোহর-খুলনার ইতিহাস । এই হুসেন সাহ কে ? তিনি পূৰ্ব্বোক্ত মামুদ সাহের বংশধর নহেন, তাহ জানি। হাবসবংশীয় মুজঃফর সাঙ্গ যখন গৌড়ের রাজা, তখন হুসেন রাজসরকারে উজীর ছিলেন। মুজঃফরের ঘোর অত্যাচারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, হুসেন ছিলেন তাহার নেতা। কিন্তু সহজে মুজঃফর দমিত হন নাই। চারিমাসকাল অজস্র রণরঙ্গ ও নরহত্য চলিয়াছিল, তৎপরে তিনি পরাজিত ও নিহত হইলে সকলে মিলিয়া হুসেনকে রাজা করিল ; * তখন তাহার নাম হইল, মুলতান আলাউদ্দীন হুসেন সাহ । এই সৰ্ব্বজনপ্রিয় তীক্ষ্ণবুদ্ধি রণকুশল উজীর কে ? তাহার প্রথম জীবনের ইতিহাস অন্ধকারে সমাচ্ছন্ন। আমরা সেই অন্ধকারের মধ্যে দুই একটা আলোকপাত করিতে পারি ; এবং তাহারই ফলে দেখা যাইবে, গৌড়েশ্বর হুসেনের সহিত যশোহর-খুলনার ইতিহাসের কিছু সম্বন্ধ আছে । রিয়াজ-উস-সালাতিন হইতে আমরা জানিতে পারি হুসেন সাহ তুর্কিস্তানের অন্তর্গত তরমুজ সহরে জন্মগ্রহণ করেন । তাঙ্গার পিতার নাম সৈয়দ আসরাফল হুসেনী । । তিনি মুসলমান ধৰ্ম্মপ্রবর্তৃক মহম্মদের বংশীয় এবং হুসেনী শাখার অন্তর্গত। আসরাফল বা তাহার কোন পূৰ্ব্বপুরুর মক্কানগরের সরিফ বা নগরপাল ছিলেন, এজন্য হুসেন সাহকে সরিফ ই-মেকি ( মক্কী ) বলিত। ঘটনাক্রমে আলাউদ্দীন ও তাহার ভ্রাতা ইউসফ পিতার সহিত বঙ্গদেশে আসেন। প্রবাদ আছে, যখন তাহার বঙ্গে আসেন, তখন র্তাছাদের অবস্থা বড় শোচনীয় ছিল এবং হুসেনের বয়সও খুব কম। কেহ বড়লোক হইলে, তাহার শৈশব-জীবনের অনেক অদ্ভুত কাহিনী শুনা যায়। হুসেন অতি সামান্ত অবস্থা হইতে এত বড়. লোক হইয়াছিলেন, যে তাহার শৈশবের কথা শেষে একপ্রকার লুপ্ত হইয়া পড়িয়াছিল। সম্ভবতঃ বঙ্গে আসিবার পর কোন আকস্মিক বিপদে হুসেনের

  • “During the period of his vizarat he used to treat the people with affability. The nobles looked upon him as their friend, patron and sympathiser; when Mujaffar was slain, people selected syed Sheriff Maki to be their king". Riaz-us-Salatin.

+ গৌড়ের কদম রম্বল মসজিদে ৯৩৭ হিজরী বা ১৫৩১ খৃষ্টাব্দের যে লিপি পাওয়া গিয়াছে, তাহাতে হোসেনের পিতার নাম আছে । J. A. S. B. (1892) p. 338.