পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৬ যশোহর-খুলনার ইতিহাস । প্রতিষ্ঠিত হইয়াছিল, কারণ দেখা গিয়াছে, তাহার প্রথম মুদ্র ফতেহাবাদ বা ফরিদপুরের টাঁকশালেই মুদ্রিত হয়। * হুসেনের রাজত্বকালে র্তাহার জীবদ্দশাতেই তাহার জ্যেষ্ঠ পুত্র নসরৎসাহ খালিফতাবাদের টাকশাল হইতে স্বীয় নামে মুদ্রাঙ্কিত করিয়াছিলেন। কেহ বলেন নসরৎসাহ পিতার জীবদ্দশায় বিদ্রোহী হইয়া কিছুকাল খালিফাতাবাদে বাস করেন, তখনই স্বনামে মুদ্রাঙ্কিত করিয়া লইয়াছিলেন। কিন্তু তাহা বিশ্বাস হয় না ; সম্ভবতঃ বৃদ্ধ বয়সে হুসেন সাহ পুত্রকে পুৰ্ব্বাঞ্চল শাসন করিবার এবং নিজ নামে মুদ্রাঙ্কনের ভার দিয়াছিলেন। বঙ্গীয় স্বাধীন মুলতানগণের রাজত্বকালে বঙ্গদেশে যে একুশটি স্থানে টাকশাল ছিল বলিয়া জানা যায়, খালিফাতাবাদ তাহার অন্যতম খালিফাতবাদের তিন প্রকার রৌপ্যমুদ্রা পাওয়া গিয়াছে। উহার দুইটি নসরৎ সাহের নামাঙ্কিত এবং তৃতীয়টি র্তাহার কনিষ্ঠ ভ্রাতা ও পরবর্তী স্বতলান, আবুল মুজঃফর মামুদসাহের (তৃতীয় মামুদসাহ ) নামাঙ্কিত। প্রথম দুইটির তারিখ ৯২২ হিজরী বা ১৫১৬৭ খৃষ্টাব্দ এবং তৃতীয়টির তারিখ ৯৪২ হিজরী বা ১৫৩৫-৬ খৃষ্টাব্দ। প্রথমটির ওজন ১৫৪ গ্রেণ এবং আকার এক ইঞ্চি অপেক্ষ কিছু কম অর্থাৎ , ইঞ্চি ব্যাস বিশিষ্ট ; দ্বিতীয়টির ওজন ১৬৩৫ গ্রেণ ও ব্যাস ১ ইঞ্চির কিছু অধিক ; তৃতীয়টির ওজন ১৬৮ গ্রেণ এবং ব্যাস ০৯৮ অর্থাৎ ১ ইঞ্চির কিছু কম। এই তিন প্রকার মুদ্রাই কলিকাতার যাদুঘরে রক্ষিত হইয়াছে। +

  • “ Hussein first obtained power in the adjacent district of Faridpur or Fathahabad, where his first coin was struck in in 899 A. H.” Riaz-usSalalin p. 129 (note.

} স্বাধীন সুলতানগণের রাজত্বকালে বঙ্গে নিম্নলিখিত ২১টি স্থানে টাকশাল ছিল ;– লঙ্কেতি (গোঁড়), ফিরোজাবাদ (পাওয়া , সাতগাও (সপ্তগ্রাম ), সোণার গাও, মুদ্ৰাজমাবাদ (সম্ভবতঃ ময়মনসিংহ), সহরিনো (গঙ্গাতীরে ), গিয়াসপুর (গৌড়ের সন্নিকটে), ফeাহাবাদ ( ফরিদপুর ), হুসেনাবাদ, খালিফতাবাদ ( বাগের হাট ), মুণঃফরাবাদ (পাওয়ার সন্নিকটে ), চট্টগ্রাম, মহম্মদাবাদ ( ২টি ), আরকাণ, তাও, রোটাসপুর, জিন্নতাবাদ (গৌড়), নগরতাবাদ, বাৰ্ব্বাকাবাদ, চালিস্তান (কামরূপের সন্নিকটে । ইহার মধ্যে সুলতান হুসেন সাহই ৬৭টি টাকশালে মুদ্র প্রস্তুত করিয়াছিলেন। যশোহর খুলনার নানাস্থানে এখনও । যথেষ্ট সংখ্যক হুসেনসী মুদ্রা পাওয়া যায়। Stalics Catalogue of the coins in the Indian Museum, Calcutta” by H. Nelson wright, Vol Il. pp 135-40.